Worlds Largest Nuclear Bomb: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে (ongoing tensions between India Pakistan) উঠে আসছে একটি পুরনো আলোচনা। কোন দেশের পরমাণু অস্ত্র (nuclear arsenal) ভয়ংকর? বিশ্বে কোন দেশ সব থেকে বেশি পরমাণুশক্তিধর?
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে কদিন ধরেই উঠে আসছে একটি পুরনো আলোচনা। সকলেই জানতে আগ্রহী কোন দেশের পরমাণু অস্ত্র (nuclear arsenal) সব চেয়ে ভয়ংকর। কোন দেশের পরমাণুশক্তি কত? বিশ্বে কোন দেশ সব থেকে বেশি পরমাণুশক্তিধর? আসুন, একটু আলোচনা করা যাক।
সাধারণত আমেরিকাকেই সকলে প্রতিরক্ষা শক্তিতে শীর্ষে মনে করেন। খুব ভুল মনে করেন না। তবে রাশিয়ার কথাটাও কিন্তু মাথায় রাখা উচিত। কেন? বিশেষ একটা বোমের কারণে।
আমরা পরমাণুশক্তির আলোচনা করতে গিয়ে সাধারণত আলাদা করে পরমাণুবোমের কথা আলোচনায় আনি না। কিন্তু জানলে হয়তো সকলে আশ্চর্য হবে যে, বিশ্বের সব থেকে শক্তিশালী পরমাণু বোমাটি কিন্তু আমেরিকা নয়, রয়েছে রাশিয়ার হাতে!
জানেন কি সেই ভয়ংকর শক্তিশালী বোমটির নাম কী? 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী' বা 'বিশ্বের সব চেয়ে বড়' পরমাণুবোমা, যে নামেই একে ডাকা হোক না কেন, এর নাম হল 'জার বোম্বা' (Tsar Bomba)।
'জার বোম্বা'টি তৈরি হয়েছিল ১৯৬১ সালে, তখন রাশিয়া নয়, সোভিয়েত ইউনিয়ন।
এর ক্ষমতা জানেন? খুব সহজ করে বললে, হিরোশিমার বুকে যে বোমাটি ফেলা হয়েছিল রাশিয়ার পরমাণুবোমাটি এর তিনহাজার গুণ বেশি শক্তিশালী! উফ্!
প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল এটি ১০০ মেগাটন শক্তির করা হবে। পরে তা অর্ধেক করে দেওয়া হয়।
শক্তি কমালেও এর ভয়ংকরতা সাংঘাতিক মাত্রারই রয়ে গিয়েছে।
এই বোমা ফেললে এতে যে আগুনের বলয় তৈরি হবে সেটা প্রায় ৮ কিমি জুড়ে ছড়িয়ে পড়বে।
আর সেই বোমার উপরে ব্যাঙের ছাতার মতো যে মাশরুম ক্লাউড তৈরি হবে সেটা ৬০ কিমিরও বেশি উঁচু হবে! অবিশ্বাস্য।
যদি কোনও শহরের উপর এটা ফেলা হয় তাহলে এটি এর ৩৫ কিমি ব্যাসের মধ্যে যা কিছু পড়বে তাকে মুছে দেবে। ১০০ কিমি পর্যন্ত ঝলসে যাবে, বোমের বিস্ফোরণের কেন্দ্র থেকে ১০০ কিমি দূরে থাকা ঘরবাড়ির দরজা-জানলাও এর আঘাতে ভেঙে পড়বে! ভয়ংকর।