PHOTOS

Child Death: খেলতে গিয়ে চরম পরিণতি! জলে ভেসে উঠল তিন শিশুর নিথর...

Birbhum: দিঘির জলে ভেসে উঠল তিন শিশুর নিথর দেহ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দিঘির পাড়ে খেলা করতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। একই গ্রামের তিন শিশুর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া।

Advertisement
1/6

প্রসেনজিত্‍ মালাকার: খেলা করতে গিয়ে দিঘির জলে ডুবে মৃত্যু হল তিন শিশুর। তাদের মধ্যে দুজন শিশুকন্যা ও একজন শিশুপুত্র। 

 

2/6

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বারা গ্রামে। মৃতদের নাম নাসরিন খাতুন (৪), নুরানী খাতুন (৫) ও তামিম সেখ (৮)। 

3/6

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বেলা বারোটা নাগাদ বারা গ্রামের উওরপাড়ার দিঘির জলে শিশুদের ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। পরে তাদের উদ্ধার করে।

4/6

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দিঘির পাড়ে খেলা করার সময় সবার অলক্ষে তারা দিঘির জলে পড়ে গিয়ে ডুবে যায়। 

 

5/6

একই গ্রামের তিনজন শিশুর জলে ডুবে মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নলহাটি -২ ব্লক প্রশাসনের কর্তারা। পৌঁছায় নলহাটি থানার পুলিস। 

6/6

পুলিস মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিস।





Read More