PHOTOS

অর্জুন পুরস্কারজয়ী রেসারের গাড়ি পিষল তিনজনকে, কার র‍্যালিতে বড়সড় দুর্ঘটনা

Advertisement
1/5
গৌরব গিলের গাড়িতে পিষ্ট তিনজন
গৌরব গিলের গাড়িতে পিষ্ট তিনজন

তিনজন সাধারণ মানুষকে পিষে দিল অর্জুন পুরস্কারজয়ী রেসার গৌরব গিলের গাড়ি। যোধপুরে ইন্ডিয়ান কার র‍্যালিতে এমন দুর্ঘটনা ঘটল। 

2/5
গৌরব গিলের গাড়িতে পিষ্ট তিনজন
গৌরব গিলের গাড়িতে পিষ্ট তিনজন

র‍্যালি শুরু হওয়ার পর ৩২ কিমি দূরে এই দুর্ঘটনা ঘটে। এমন মর্মান্তিক ঘটনার পর আয়োজকরা র‍্যালি বন্ধ করার সিদ্ধান্ত নেন। 

3/5
গৌরব গিলের গাড়িতে পিষ্ট তিনজন
গৌরব গিলের গাড়িতে পিষ্ট তিনজন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনজন ব্যক্তি বাইকে চেপে ট্র্যাকের উপর দিয়ে যাচ্ছিলেন। সেই সময় গৌরব গিলের গাড়ি দ্রুত গতিতে এসে তিনজনকে বাইকসমেত পিষে দেয়। তিনজনেরই মাথায়গৌর হেলমেট ছিল না। ঘটনাস্থলেই তিনজন বাইক আরোহীর মৃত্যু হয়। 

4/5
গৌরব গিলের গাড়িতে পিষ্ট তিনজন
গৌরব গিলের গাড়িতে পিষ্ট তিনজন

দুর্ঘটনাস্থলে স্থানীয় লোকজন প্রবল বিক্ষোভ দেখানো শুরু করেছেন। জানা গিয়েছে, আয়োজকদের পক্ষ থেকে আগে থেকেই কাউকে ট্র্যাকের কাছাকাছি আসতে বারণ করা হয়েছিল। কিন্তু ওই তিন ব্যক্তি কথা শোনেননি। 

5/5
গৌরব গিলের গাড়িতে পিষ্ট তিনজন
গৌরব গিলের গাড়িতে পিষ্ট তিনজন

অর্জুন পুরস্কারজয়ী রেসার গৌরব গিলের নামে ইতিমধ্যে পুলিসে অভিযোগ দায়ের হয়েছে। 





Read More