PHOTOS

Three Tropical Cyclones: বিপুল ঝড়-বৃষ্টির সঙ্গে জারি বন্যা-সতর্কতাও! নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এলাকাবাসীদের...

Three Tropical Cyclones: তিনটি ঝড়ের পূর্বাভাস ভাসছে বাতাসে। বলা হয়েছে, বইবে দুর্দান্ত ঝোড়ো বাতাস, হবে বিপুল বৃষ্টি। স্তব্ধ হয়ে যেতে পারে জনজীবন।

Advertisement
1/6
বহু বহু দূরে
বহু বহু দূরে

মেদিনীপুর, ২৪ পরগনা, পুরী, সাগরদ্বীপের কোথাও নয়। এ ভারতভূমি থেকে বহু বহু দূরে।

2/6
বাতাসে ঝড়ের গন্ধ
বাতাসে ঝড়ের গন্ধ

কুইন্সল্যান্ডে, উত্তর কুইন্সল্যান্ডে। সেখানে এখন তিনটি ঝড়ের পূর্বাভাস ভাসছে বাতাসে।

3/6
ঝোড়ো বাতাস, বিপুল বৃষ্টি, বন্যা-সতর্কতা
ঝোড়ো বাতাস, বিপুল বৃষ্টি, বন্যা-সতর্কতা

এই সাইক্লোনের জেরে সেখানে বইবে দুর্দান্ত ঝোড়ো বাতাস, হবে বিপুল বৃষ্টি। মোটামুটি ধরা হয়েছে বৃষ্টি ৩০০ মিমি ছাড়িয়ে যেতে পারে! কোথাও কোথাও জারি হয়েছে বন্যা-সতর্কতাও। 

4/6
কুইন্সল্যান্ডের কেয়ার্নসে
কুইন্সল্যান্ডের কেয়ার্নসে

উত্তর কুইন্সল্যান্ডের কেয়ার্নসেই ঝড়ের আশঙ্কা বেশি। ফলে সেখানকার সন্নিহিত অঞ্চলগুলি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এলাকাবাসীদের।

5/6
বন্যা-ধস
বন্যা-ধস

আগেও এখানে বন্যা হয়েছে। ভেসে গিয়েছে পথঘাট, দোকানবাজার, পাড়াঘর। সড়কে-সড়কে নেমেছে ধস। বন্ধ হয়ে গিয়েছে জনজীবন।

6/6
পর পর তিন ঝড়?
পর পর তিন ঝড়?

অস্ট্রেলিয়ার কিছু কিছু অঞ্চলে পরবর্তী দু'সপ্তাহ ধরে ঝড়ের এই পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, হবে প্রচুর বৃষ্টি। আগে সাতদিনের ক্রান্তীয় ঝড়ের একটা পূর্বাভাসও ছিল। যেখানে পর পর তিনটি ঝড়ের আশঙ্কার কথা ব্যক্ত হয়েছিল।





Read More