Three Tropical Storms Dexter Henriette Ivo Active: এক সঙ্গে তিন ঝড়। ধেয়ে আসছে তীব্র গতিতে। কোথায়? কোন সমুদ্রে? কোন স্থলভাগে?
একটির নাম 'ডেক্সটার', অন্যটির 'হেনরিয়েটে', আর একটি 'আইভো'!
এর মধ্যে 'ডেক্সটার' এক্সট্রাট্রপিকাল সাইক্লোনে পরিণত হতে চলেছে।
'হেনরিয়েটে'র গতিপথ ও অগ্রগতিকে আবহবিদেরা স্টেডি বলছেন।
তবে 'আইভো' ধীরে ধীরে 'হারিকেন' হওয়ার দিকে ঝুঁকছে।
তবে ঝড়গুলির এই ক্রমশ তৈরি হওয়ার গতি দেখে এখনও এগুলিকে বিপদ বিসেবে দেখছেন না আবহবিদেরা। খুব জোর উত্তাল হতে পারে সমুদ্রভাগ।
তিনটি ঝড়কেই পর্যবেক্ষণ করে নিয়মিত ট্রপিকাল ওয়েদার রিপোর্ট প্রকাশিত হয়ে চলেছে। রয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টারের মেরিন ফোরকাস্টও।
এই ঝড় এখানে নয়, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের বুকে ঘনাচ্ছে এই তিন ঝড়। বিপদে পড়তে পারে হাওয়াই দ্বীপপুঞ্জ এবং সন্নিহিত এলাকা।