Shani Dev | Lord Shani: আজ, শনিবার কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। এই তিথিতে এক সঙ্গে বৃদ্ধিযোগ, সর্বার্থসিদ্ধি যোগ ও শ্রাবণ নক্ষত্রের একটি শুভযোগ ঘটছে। বিরল!
এর ফলে কয়েকটি রাশির জাতকরা সুফল পাবেন। এই রাশির লোকেরা জীবনের সমস্ত দায়িত্ব পালনে সফল হবেন। শনিদেবের কৃপায় এঁদের উপর শনির মহাদশা ও সাড়েসাতির অশুভ প্রভাব পড়বে না। আসুন, জেনে নেওয়া যাক কোন রাশির জন্য এত সৌভগ্য বয়ে আসতে চলেছে।
ধনু রাশির জাতকেরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হবেন। আটকে থাকা টাকা ফেরত পাবেন। ব্যবসার প্রসারের জন্য অনুকূল সময়। পরিবারের কোনো সদস্যের বিয়ের যোগ, পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যসমস্যা থাকলে, তা মিটে যাবে।
সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। এঁরা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবেন। ব্যবসায়ীদের পক্ষে শুভ দিন। ভূসম্পত্তি ক্রয়ের যোগ।
মিথুন রাশির জাতকেরা আজ তাঁদের কথাবার্তা ও আচার-আচরণে সকলকে মুগ্ধ করবেন। বহুদিনের আটকে থাকা কোন কাজ হয়ে যাবে। ঋণমুক্তির পথে অনেকটা অগ্রসর হবেন এঁরা। পরিবারের কোনো সদস্যের সঙ্গে বিবাদ থাকলে তা মিটে যাবে।
দিনটি এঁদের জন্য নানা সম্ভাবনাপূর্ণ। সৃজনশীলতা বাড়বে। এঁরা মানসিক শান্তি খুঁজে পাবেন। বন্ধুত্বের সম্পর্ক মজবুত হবে। খরচ নিয়ন্ত্রণ করুন এবং আর্থিক বিষয়ে সাবধান থাকুন। সময়টি বিনিয়োগের জন্য উপযুক্ত। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আগাগোড়া ইতিবাচক থাকুন।
চাঁদ আজ মকরের পরে কুম্ভ রাশিতে গমন করছে, তাই আজ কুম্ভ রাশির জাতকদের জন্য দিনটি অনুকূল। সরকারি কাজে কোনও বাধা থাকলে তা মিটে যাবে। পিতৃস্থানীয় কারো সঙ্গে বিবাদ থাকলে তা মিটে যাবে।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)