PHOTOS

Tiger Pataudi-র মৃত্যুবার্ষিকী, সমাধির সামনে প্রার্থনা সোহা, শর্মিলা ও ছোট্ট ইনায়ার

Advertisement
1/5
টাইগার পতৌদির মৃত্যুবার্ষিকী
টাইগার পতৌদির মৃত্যুবার্ষিকী

২২ সেপ্টম্বর, বুধবার নবাব মনসুর আলি খান পতৌদির দশম মৃত্যুবার্ষিকী।  মৃত্যুদিনে আব্বাকে স্মরণ করলেন সোহা আলি খান ও সাবা আলি খান।  টাইগার পতৌদির ছবির সামনে মোমবাতি জ্বেলে বসে ছোট্ট মেয়ে ইনায়াকে নিয়েই প্রার্থনা করতে দেখা গেল সোহাকে।  

2/5
টাইগার পতৌদির সমাধি
টাইগার পতৌদির সমাধি

হরিয়ানার পতৌদি প্রাসাদের মধ্যেই দাফন করা হয়েছিল নবাব তথা প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান পতৌদিকে। সেই সমাধির ছবি উঠে এসেছে সোহার পোস্টে। 

3/5
পতৌদির সমাধির সামনে সোহা, শর্মিলা
পতৌদির সমাধির সামনে সোহা, শর্মিলা

পতৌদি প্রাসাদে আব্বার সমাধির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে দেখা গেল সোহা আলি খান, শর্মিলা ঠাকুর আর ছোট্ট ইনায়াকে। 

4/5
আব্বার উদ্দেশ্যে লিখলেন সোহা
আব্বার উদ্দেশ্যে লিখলেন সোহা

আব্বা মনসুর আলি খানের উদ্দেশ্যে মেয়ে সোহা লিখেছেন, "আপনি ততক্ষণ মৃত নন, যতক্ষণ না আমরা আপনাকে ভুলে যাই।''  হ্যাশ ট্যাগে দিয়েছেন  #স্মৃতি #১০বছর।"

5/5
আব্বার উদ্দেশ্যে লিখলেন সাবা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saba (@sabapataudi)

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saba (@sabapataudi)

আব্বা মনসুর আলি খানকে তাঁর মৃত্যুদিনে স্মরণ করেছেন বড় মেয়ে সাবা আলি খান। বেশকিছু ছবির কোলাজ পোস্ট করে সাবা লিখেছেন, ''আমি আপনাকে প্রতিদিন মিস করি এবং জানি, আপনি আমার উপর নজর রাখছেন।এক দশক আগে আপনি আমাদের ছেড়ে চলে গেছেন, তা মনে হয়না, মনে হয়, এই তো গতকাল। আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন। সবসময় আপনাকে ভালোবাসি।''

 





Read More