PHOTOS

Tirupati Temple: প্রতি রবিবার চার্চে প্রার্থনা তিরুপতি মন্দিরের কর্তার! সাসপেন্ড করল কমিটি...

Tirupati Temple: মন্দির কমিটির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, রাজাশেখর বাবু প্রতি রবিবার তাঁর হোম টাউন পুত্তুরে চার্চের প্রার্থনায় যান

Advertisement
1/6
তিরুপতি মন্দির
তিরুপতি মন্দির

মন্দির পরিচালন সমিতির এক অফিসারকে সাসপেন্ড করল তিরুপতি মন্দিরের পরিচালন বোর্ড তিরুমালা তিরুপতি দেবস্থানম(TTD)। কারণ অদ্ভূত।

2/6
সাসপেন্ড মন্দিরের অফিসার
সাসপেন্ড মন্দিরের অফিসার

অ্যাসিস্ট্যান্ট একজিকিউটিভ অফিসার পদমর্যাদার এ রাজশেখর বাবু নামে ওই অফিসারের কাণ্ড শুনে তাজ্জব কমিটি। তিনি তার বাড়ির কাছেই এক চার্চের প্রার্থনার গিয়েছিলেন। আগুনের গতি সেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। বিষয়টি উঠে যায়  তিরুপতি মন্দির কমিটির কানে।

3/6
কী অভিযোগ
কী অভিযোগ

রাজশেখর বাবুর বিরুদ্ধে অভিযোগ তিনি প্রতি রবিবার চার্চের প্রার্থনায় যান। শুধু তাই নয় তিনি ভেতর ভেতর তিনি খ্রিষ্ট ধর্ম প্রচারও করেন। 

4/6
চার্চে যান!
চার্চে যান!

মন্দির কমিটির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, রাজাশেখর বাবু প্রতি রবিবার তাঁর হোম টাউন পুত্তুরে চার্চের প্রার্থনায় যান। 

5/6
আগেও এরকম হয়েছিল
আগেও এরকম হয়েছিল

উল্লেখ্য, প্রায় একই কারণে তিরুমালা তিরুপতি দেবস্থানম শিক্ষক, টেকনিক্যাল অফিসার, নার্স-সহ মোট ১৮ জনকে সাসপেন্ড করে।

6/6
মন্দিরের আচরণবিধির পরিপন্থী
মন্দিরের আচরণবিধির পরিপন্থী

তিরুমালা তিরুপতি দেবস্থানমের তরফে আরও বলা হয়েছে রাজাশেখর বাবু যা করেছেন তা মন্দিরের আচরণবিধির পরিপন্থী। তাঁর আচরণকে একেবারে দায়িত্বজ্ঞানহীন বলেই মনে করা হচ্ছে।





Read More