Tirupati Temple removes 18 employees: বিশ্বের সবচেয়ে ধনী হিন্দু মন্দির হিসেবে পরিচিত তিরুপতি মন্দির।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মন্দিরে কাজ করার সময় হিন্দু রীতি-নীতি ঠিক মতো মানা হয়নি। অহিন্দু কাজে লিপ্ত ছিলেন তাঁরা।
এই দায়ে ১৮ কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিল তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। ওই ১৮ কর্মচারীকে অন্য কোনও সরকারি দফতরে বদলি অথবা স্বেচ্ছাবসরের সুপারিশ করল তিরুমালা তিরুপতি দেবাস্থানম।
তিরুমালা তিরুপতি দেবাস্থানমের তরফে বলা হয়েছে সমস্ত মন্দিরের মধ্যে আধ্যাত্মিকতার ক্ষেত্রে একতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত TTD বা তিরুমালা তিরুপতি দেবাস্থানম হচ্ছে একটি স্বাধীন সরকারি ট্রাস্ট। যা কিনা তিরুপতির তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরের দেখভাল করে।
উল্লেখ্য বিশ্বের সবচেয়ে ধনী হিন্দু মন্দির হিসেবে পরিচিত তিরুপতি মন্দির। বছরভর অগনিত ভক্তের সমাগম হয় তিরুমালার ভেঙ্কটেশ্বরকে দর্শনে।