PHOTOS

TMC 21 July Shahid Diwas: যেদিকে দুচোখ যায়...বৃষ্টিস্নাত একুশে শুধুই ছাতার থিকথিক ভিড়!

TMC 21 July Shahid Diwas: চব্বিশের লোকসভা ভোটে বাংলায় বিপুল জয় ও বিজেপির ভরাডুবির পর এবার একুশে রেকর্ড ভিড়!

Advertisement
1/5
চব্বিশের একুশে রেকর্ড ভিড়!
চব্বিশের একুশে রেকর্ড ভিড়!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একুশে জুলাই মানে বৃষ্টি হবেই! প্রতিবছরের মত এবারও তার অন্যথা হল না।

2/5
চব্বিশের একুশে রেকর্ড ভিড়!
চব্বিশের একুশে রেকর্ড ভিড়!

তবে বৃষ্টিও দমাতে পারল না একুশে জুলাইয়ের ভিড়কে। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই সভাস্থলে দাঁড়িয়ে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

3/5
চব্বিশের একুশে রেকর্ড ভিড়!
চব্বিশের একুশে রেকর্ড ভিড়!

দূরের জেলাগুলি থেকে কাল রাত থেকে লোক আসতে শুরু করেছে বিভিন্ন ক্যাম্পে। এদিন ভোরের আলো ফুটতেই দলে দলে আসতে শুরু করেন কর্মী সমর্থকরা।

4/5
চব্বিশের একুশে রেকর্ড ভিড়!
চব্বিশের একুশে রেকর্ড ভিড়!

ট্রেন, বাস, লঞ্চে করে আসতে থাকেন কর্মী, সমর্থকরা। সভায় নজর কাড়ে কর্মী-সমর্থকদের অভিনব সাজ।

5/5
চব্বিশের একুশে রেকর্ড ভিড়!
চব্বিশের একুশে রেকর্ড ভিড়!

তৃণমূল হল আবেগ। একুশে জুলাইয়ে তাই মানুষের ঢল নেমেছে। বৃষ্টি উপেক্ষা করেই তাই মানুষ সমাবেশে যাচ্ছেন। বললেন মন্ত্রী অরূপ রায়।





Read More