Rachna Banerjee| Dev: শুক্রবার বিকালে ঝুলোনিয়ায় বড় মসজিদের সামনে ইফতার পার্টিতে যোগ দেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে পাঁশকুড়ার একটি গেস্ট হাউসে আয়োজন করা হয় ইফতার পার্টির।
বিধান সরকার, কিরণ মান্না: কয়েকদিন পরেই ঈদ। ঈদের আগে শেষ জুম্মায় ইফতারে যোগ দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় ও দেব।
শুক্রবার সকাল থেকে সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়া অঞ্চলে প্রচার ও জনসংযোগ করেন হুগলির তৃনমূল প্রার্থী।প্রচন্ড গরমেও তারকা প্রার্থীকে দেখতে ভিড় জমে রাস্তার ধারে। হুডখোলা গাড়িতে ছাতা খাটিয়ে জনসংযোগ করেন রচনা।
দুপুরে ত্রিবেনীতে দলীয় কর্মীদের সঙ্গে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার শুরু হয় প্রচার। বিকালে ঝুলোনিয়ায় বড় মসজিদের সামনে ইফতার পার্টিতে যোগ দেন প্রার্থী।
ঈদের আগে আজ শেষ জুম্মাবার।সারাদিন উপবাসের পর ইফতার করে বিশেষ নামাজ পাঠ করেন মুসলিম ধর্মপ্রাণ মানুষ জন।সেই ইফতারে যোগ দিয়ে ফলাহার করেন রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিধায়ক অসীমা পাত্র,তপন দাশগুপ্ত,বাঁশবেড়িয়া পুরসভার উপ পৌর প্রধান শিল্পী চট্টোপাধ্যায়।
পাঁশকুড়া ইফতার পার্টিতে যোগ দিলেন অভিনেতা দেব।
শুক্রবার পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে পাঁশকুড়ার একটি গেস্ট হাউসে আয়োজন করা হয় ইফতার পার্টির।
সেই ইফতার পার্টিতে যোগদেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা দেব।