Manoranjan Byapari riding rikshaw: কেন রিকশ করে বিধানসভায়? বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কথায়.....
কিন্তু এমএলএ হস্টেল থেকে বেড়িয়ে পার্ক স্ট্রিটে আসতেই আটকাল পুলিস।
ফলে বাধ্য হয়ে রিকশ ছেড়ে হেঁটেই বিধানসভায় এমএলএ।
এ কোনও মনোরঞ্জনের ব্যাপার নয়, এ হল বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর কাণ্ড।
মনোরঞ্জন ব্যাপারীর কথায়, টিকিট পাই বা না পাই, নিজের হয়ে বা অন্যের হয়ে বলাগড়ে রিকশ নিয়েই প্রচার করব।
মনোরঞ্জন ব্যাপারীর রিকশ-কাণ্ডে সব মিলিয়ে আজ হই হই কাণ্ড।