WB bypoll result 2024: যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, ২০২৬-এর রাজ্যে সরকার গড়বে বিজেপি-ই! আর কুণাল ঘোষ বলছেন, ২০২৬ কেন? ৩০২৬-এও বাংলায় মমতা সরকার-ই থাকবে।
আজকের ফলাফলের পর জয়ী ও দলবদলু মিলে তৃণমূলের বিধায়ক সংখ্যা এখন ২২৬।
এরমধ্যে ২২১ জন নির্বাচিত। আর ৫ জন দলবদলু।
যারমধ্যে রয়েছেন মুকুল রায়, তন্ময় ঘোষ, হারাকালি পাতিহার, সুমন কাঞ্জিলাল, বাইরন বিশ্বাস।
ওদিকে বিজেপির বিধায়ক সংখ্যা কমতে কমতে নেমে দাঁড়িয়েছে ৬৬-তে।
আর ISF ও নির্দল মাত্র একজন করে। যথাক্রমে নওশাদ সিদ্দিকি ও রুদেন সাদা লেপচা।