TMC Wins Co-operative Election: রবিবার সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭৭৬ ভোটারের মধ্যে ভোট পড়ে ৬৩৬টি। ১২টি আসনের সবকটিতেই বড় জয় তৃণমূল কংগ্রেসের।
কিরণ মান্না: পূর্ব মেদিনীপুরের হলদিয়া ব্লকের বাড়বাসুদেবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২টি আসনের সবকটিতেই বড় জয় তৃণমূল কংগ্রেসের।
বিজেপি ও সিপিএম কোনও আসনেই জয়লাভ করতে পারেনি। মোট ৭৭৬ ভোটারের মধ্যে ভোট পড়ে ৬৩৬টি।
রবিবার সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে দেখা যায়, বিজেপির শক্তঘাঁটি বলেও পরিচিত এই এলাকায় তৃণমূল গোহারা হারিয়েছে বিরোধীদের। ফল ঘোষণার পর সবুজ আবিরে রঙিন হয়ে ওঠে এলাকা, মিষ্টি মুখে উৎসবে মাতে তৃণমূল কর্মীরা।
তৃণমূলের হলদিয়া ব্লক সভাপতি মানস দাস বলেন, “পঞ্চায়েত নির্বাচনে আমরা পরাজিত হয়েছিলাম, কিন্তু উন্নয়নের কাজ দেখে মানুষ আবার আমাদের উপর আস্থা রেখেছে। এই জয় আগামী বিধানসভা নির্বাচনের পথ আরও সুগম করবে।”
অন্যদিকে, বিজেপির অভিযোগ—শাসক দল প্রশাসনের মদতে নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত করেছে। তবুও তারা আশাবাদী, আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনে তারা শক্ত অবস্থানে থাকবে।
এই জয়কে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই ধারাবাহিক সাফল্য যে শাসক দলের মনোবল আরও বাড়াবে, তা বলাই বাহুল্য।