PHOTOS

Threat Culture in College: অভিষেক থেকে দেব, ছবি সোহম- সায়ন্তিকার সঙ্গেও! 'থ্রেট কালচারে' অভিযুক্ত এই যুব তৃণমূল নেতা কে...

TMC Yuva alleged involved in threat culture in college: যদিও অভিযুক্ত নেতার দাবি, সবই মিথ্যে। ১১ বছর ধরে কলেজের অস্থায়ী কর্মী।

Advertisement
1/11

মনোরঞ্জন মিশ্র: কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিতের 'দাদাগিরি' সামনে আসার পর থেকেই কলেজে কলেজে থ্রেট কালচারের অভিযোগ।

2/11

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৫০ জনের নামের তালিকা প্রকাশ করেছেন। 

3/11

সেই তালিকায় নাম রয়েছে পুরুলিয়ার রঘুনাথপুরের নন্দুয়াড়ার বাসিন্দা পিন্টু মাঝির। 

4/11

বাড়ি রঘুনাথপুর থানার নন্দুয়াড়া এলাকায়। অভিযোগ, কলেজে তাঁর ভয়ে থরহরিকম্প পড়ুয়া থেকে শিক্ষকরা।

5/11

রঘুনাথপুর কলেজে ২০১৪ সাল থেকে অস্থায়ী কর্মী হিসেবে যুক্ত রয়েছেন তিনি। বিজেপির রঘুনাথপুর শহর মন্ডল সভাপতি শান্তনু চ্যাটার্জির অভিযোগ, রাজনীতির প্রভাব খাটিয়ে শিক্ষিত যুবক-যুবতীদের বঞ্চিত করে চাকরি পেয়েছে পিন্টু মাঝি।

6/11

যদিও পিন্টু মাঝির পালটা দাবি, সংবাদপত্রে বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ইন্টারভিউ হয়। তারপর যোগ্যতার ভিত্তিতে চাকরি পাই। বর্তমানে রঘুনাথপুর শহর তৃণমুল যুব কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন পিন্টু মাঝি। 

 

7/11

রঘুনাথপুর কলেজে পড়াশোনার পর রঘুনাথপুর আইটিআই কলেজে পড়াশোনা করেন তিনি।  

8/11

একদা পুরুলিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। 

9/11

সায়ন্তিকা থেকে সোহম, দেব থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সবার সঙ্গেই ছবি রয়েছে তাঁর। 

10/11

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা থ্রেট কালচারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন পিন্টু মাঝি।

11/11

পিন্টু মাঝির দাবি, এসব মিথ্যা অভিযোগ। তাঁর বিরুদ্ধে চক্রান্ত। প্রসঙ্গত, তৃণমূল যুব সভাপতি পিন্টু মাঝির বিরুদ্ধে এখনও পর্যন্ত থানায় বা কলেজের অধ্যক্ষের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। 

 





Read More