Shani Jayanti 2025: শনি জয়ন্তীতে শনিদেবকে খুশি করা সর্বোত্তম বলে মনে করা হয়। এই দিনে শনিদেবকে তুষ্ট করবেন কীভাবে? জেনে নিন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সনাতন ধর্মে শনি জয়ন্তীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রতি বছর জৈষ্ঠ্য মাসের অমাবস্যা তিথিতে শনি জয়ন্তী পালন করা হয়। এই বছর ২৭ মে মঙ্গলবার শনি জয়ন্তী।
শনি জয়ন্তীতে, গ্রহরাজ সূর্য এবং দেবী ছায়ার পুত্র শনিদেবের জন্মদিন পালন করা হয়। এই দিনটি শনির সাড়ে সাতি এবং ঢাইয়াতে ভুক্তভোগী ব্যক্তিদের জন্য বিশেষ বলে মনে করা হয়। আরও বিশ্বাস করা হয় যে, এই দিন শনিদেবের পুজো করলে দোষ থেকে মুক্তি পাওয়া যাবে। এবং জীবনের ঝামেলা দূর হবে।
শনি জয়ন্তীতে পুজোর শুভ সময়, পুজোর পদ্ধতি, মন্ত্র, নৈবেদ্য এবং শনিদেবকে খুশি করার উপায় জেনে নিন-
শনি জয়ন্তীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার জামা পরতে হবে। উপোস থাকতে হবে। এরপরে, শনি মন্দিরে গিয়ে ভগবানের চরণ দর্শন করার সময় সরষের তেল অর্পণ করা উচিত। শনিদেবকে কালো তিল এবং নীল ফুল অর্পণ করতে হবে। এরপর আরতি করে মন্ত্র জপ করতে হবে।
শনি জয়ন্তী পুজোর জন্য অভিজিত্ মুহূর্ত সকাল ১১.৫১ থেকে দুপুর ১২.৪৬ অবধি। পুজোর বিজয় মুহূর্ত দুপুর ২.৩৬ থেকে ৩.৩১ পর্যন্ত। এছাড়া অমৃত কাল দুপুর ১২ টা থেকে সারাদিন চলবে।
শনি জয়ন্তীতে শনিদেবকে তুষ্ট করতে গুড়-ছোলা, কালো মুসুর ডালের খিচুড়ি, মালপোয়া এবং তেলে তৈরি খাবার ইত্যাদি দিতে পারেন।
শনি জয়ন্তীতে কালো তিল, কালো অড়হড় ডাল, সরষের তেল, কালো কাপড়, লোহার জিনিসপত্র, জুতো দান করা উচিত। মনে করা হয় যে, এই জিনিস গুলি দান করলে শনিদেব সন্তুষ্ট হন।
(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)