PHOTOS

Parambrata Chattopadhyay Baby: জামাইষষ্ঠীতে বিরাট সুখবর! বাবা হলেন পরমব্রত, কোলে এল...

Parambrata-Piya Child: জামাইষষ্ঠীতে সুখবর। বাবা হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী পিয়া।

Advertisement
1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফেব্রুয়ারিতেই জানিয়েছিলেন বাবা-মা হতে চলেছেন পরমব্রত-পিয়া। জামাইষষ্ঠীর দিন বাবা হলেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। 

2/8

জানা গিয়েছে, কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে।

3/8

২৭ জুন পরমব্রতর জন্মদিন। আর তার আগেই এই সুখবর।

4/8

ভ্যালেন্টাইনস ডে-র পরেরদিনই সুখবর দিয়েছিলেন পরমব্রত ও পিয়া।

5/8

সোশ্যাল মিডিয়ায় চারটে ছবি পোস্ট করে একথা জানিয়েছিলেন অভিনেতা। তাদের জীবনে আসতে চলেছে ছোট্ট প্রাণ। প্রেগন্যান্ট পিয়া। 

 

6/8

পিয়া পোস্টে লেখেন, প্রথম ছবিটি আমাদের, ২ নম্বরে বড় সন্তান নিনা, তিনের ছবিটি বাঘার। চার নম্বর ছবি দিয়ে তিনি জানান, আমাদের ভালোবাসা বাড়ছে। ছোট সন্তান আসতে চলেছে খুব তাড়াতাড়ি। 

7/8

২০২৩-র নভেম্বর আইনি বিয়ে করেন পরমব্রত ও পিয়া।

8/8

বিয়ের খবর সামনে আসতেই শুরু হয় তুমুল আলোচনা। যদিও দুজনের কেউ কোনও কথায় কান না দিয়েই চুটিয়ে সংসার করে গিয়েছেন।





Read More