Parambrata-Piya Child: জামাইষষ্ঠীতে সুখবর। বাবা হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী পিয়া।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফেব্রুয়ারিতেই জানিয়েছিলেন বাবা-মা হতে চলেছেন পরমব্রত-পিয়া। জামাইষষ্ঠীর দিন বাবা হলেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
জানা গিয়েছে, কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে।
২৭ জুন পরমব্রতর জন্মদিন। আর তার আগেই এই সুখবর।
ভ্যালেন্টাইনস ডে-র পরেরদিনই সুখবর দিয়েছিলেন পরমব্রত ও পিয়া।
সোশ্যাল মিডিয়ায় চারটে ছবি পোস্ট করে একথা জানিয়েছিলেন অভিনেতা। তাদের জীবনে আসতে চলেছে ছোট্ট প্রাণ। প্রেগন্যান্ট পিয়া।
পিয়া পোস্টে লেখেন, প্রথম ছবিটি আমাদের, ২ নম্বরে বড় সন্তান নিনা, তিনের ছবিটি বাঘার। চার নম্বর ছবি দিয়ে তিনি জানান, আমাদের ভালোবাসা বাড়ছে। ছোট সন্তান আসতে চলেছে খুব তাড়াতাড়ি।
২০২৩-র নভেম্বর আইনি বিয়ে করেন পরমব্রত ও পিয়া।
বিয়ের খবর সামনে আসতেই শুরু হয় তুমুল আলোচনা। যদিও দুজনের কেউ কোনও কথায় কান না দিয়েই চুটিয়ে সংসার করে গিয়েছেন।