PHOTOS

Koel Mallick: ফের মা হতে চলেছেন টলিউডের মিতিন মাসি! সুখবর ভাগ করলেন খোদ নায়িকা...

Koel Mallick Pregnancy: ২০২০ সালে কোয়েল-নিসপালের ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান কবীর। ৪ বছর পর দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।

Advertisement
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মা হতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। অভিনেত্রী নিজেই এই সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

 

2/6

ক্যাপশনে লেখেন, 'সবার সঙ্গে একটি সুখবর ভাগ করে নিচ্ছি। আমাদের পরিবার আরও বড় হচ্ছে। কবীর শীঘ্রই বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই।'

3/6

২০২০ সালে কোয়েল-নিসপালের ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান কবীর। ৪ বছর পর দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।

 

4/6

এই সুখবর শেয়ার করা মাত্রই শুভেচ্ছা বার্তায় ভরে যায় কমেন্ট সেকশন।

5/6

কয়েকদিন আগেই ‘মিতিন মাসি’ আগামী ছবির শুটিং শেষ করেছেন কোয়েল। মার্চ মাসে সেই শুটিংয়ে আহতও হয়েছিলেন কোয়েল। তবে কোয়েল এখন একেবারে সুস্থ।

6/6

 গত বছরের দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল মিতিন মাসির প্রথম সিরিজ 'জঙ্গলে মিতিন মাসি'। দ্বিতীয় ছবির নাম 'একটি খুনির সন্ধানে মিতিন'। কিন্তু এবছরে তাঁর কোনও ছবি মুক্তি পাবে না বলে জানিয়েছেন খোদ অভিনেত্রী।





Read More