Top 10 Coldest Countries: সম্প্রতি একটি তালিকা প্রকাশ্যে এসেছে। সেখানে ১০টি দেশের নাম প্রকাশিত হয়েছে। তালিকার শীর্ষে গ্রিনল্যান্ড, তালিকার শেষে তাজিকিস্তান। কীসের তালিকা?
গ্রিনল্যান্ডে একটা স্বপ্নাতীত শীত চলছে। সেখানে মাইনাস ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
এর পরেই আছে কানাডা। সেখানে মাইনাস ৪.২ ডিগ্রি সেলসিয়াস।
আর পুতিনের দেশের অবস্থাও এই শীতে খুব মর্মান্তিক! সেখানে মাইনাস ২.৯ ডিগ্রি।
আইসল্যান্ডে তাপমাত্রা এদের তুলনায় কিছু ভালো-- ২.১ ডিগ্রি সেলসিয়াস।
নরওয়েতে ২.৯ ডিগ্রি সেলসিয়াস।
পিছিয়ে নেই ফিনল্যান্ডও। সেখানে ৩.২ ডিগ্রি সেলসিয়াস। সুইডেনে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস। কিরগিজস্তান ও তাজিকিস্তানও কাঁপছে হি হি করে। তাপমাত্রা প্রথমটির ৩.৯ আর দ্বিতীয়টির ৫.১!