PHOTOS

Top 6 Deadliest Cloudbursts: মুহূর্তের বৃষ্টিতে মহাপ্লাবন! জলের ছোবলে মৃত ১০৩৬৭! কী ভাবে ঘটে, কী এই এই মারণ ক্লাউডবার্স্ট?

Top 6 Deadliest Cloudbursts: ক্লাউডবার্স্ট এখন এক ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগে পরিণত, যা প্রতি বর্ষায় কোথাও না কোথাও হয়েই থাকে। আর তাতে ঘটে যায় ভয়ংকর সব ঘটনা। জানুন, এরকম ৫ মারাত্মক ক্লাউডবার্স্টের ঘটনা!

Advertisement
1/8
ক্লাউডবার্স্ট
ক্লাউডবার্স্ট

ক্লাউডবার্স্ট  কি প্রাকৃতিক দুর্ঘটনা? নাকি, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগতভাবে বদলের কুফল? অবাধ উন্নয়নের সাইড এফেক্ট? এই উপসর্গ কোথায় কোথায় দেখা গিয়েছে? জানুন, ৬ ভয়ংকরতম ক্লাউডবার্স্টের ঘটনা। 

2/8
লেহ্তে
লেহ্তে

২০১০ সালে লেহ্তে ঘটেছিল ভয়ংকর দুর্যোগ। কয়েক ঘণ্টার মধ্যে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত ঘটে। যার ফলে ২৫৫ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটে!

3/8
কেদারনাথে
কেদারনাথে

কেদারনাথের ২০১৩ সালের আকস্মিক বন্যায় মৃত্যু হয় ৫,৭০০ জনেরও বেশি মানুষের!

4/8
মুম্বইয়ে
মুম্বইয়ে

২০০৫ সালে রেকর্ড বৃষ্টি হয়েছিল বাণিজ্যনগরীতে। ৯৪৪ মিলিমিটার বৃষ্টিপাতের ফলে শহরটি অচল হয়ে যায়। ৪,০০০-এরও বেশি মানুষ মারা গিয়েছিলেন।

5/8
ডেনমার্কে
ডেনমার্কে

২০১১ সালে কোপেনহেগেন ডেনমার্ক ঘটেছিল এক মর্মান্তিক ক্লাউডবার্স্টের ঘটনা। ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল সেবার। ক্ষতি হয়েছিল ১ বিলিয়ন ডলার।

6/8
হিমাচলে
হিমাচলে

মাত্র দুবছর আগে, ২০২৩ সালে কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশ। হঠাৎই সেদিন ব্যাপক বৃষ্টি। ২০ জনের মৃত্যু হয়েছিল, আটকে পড়েন ৭০০ জন।

 

7/8
ওয়েনাডে
ওয়েনাডে

২০২৪ সালে কেরালার ওয়েনাডে ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ৩৯২ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়ছিল সেবার। 

8/8
ক্লাউডবার্স্ট কী?
ক্লাউডবার্স্ট কী?

আর্দ্র বাতাস দ্রুত উপরে ওঠার সময় দ্রুত ঠান্ডা হয়ে যায়। এবং সেটা উচ্চ ঘনত্বের কিউমুলাস মেঘ তৈরি করে, যা ভয়ংকর বৃষ্টিপাত ঘটায়। এ ধরনের ঘটনা সাধারণত ২০-৩০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হয়। ক্লাউডবার্স্ট আকস্মিক এবং তীব্র বৃষ্টিপাতের ঘটনা। সাধারণত পাহাড় বা পার্বত্য অঞ্চলে ঘটে। প্রতি ঘণ্টায় প্রতি বর্গ কিলোমিটারে ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত ঘটায় এটি। ক্লাউডবার্স্ট প্রায়শই আকস্মিক বন্যা, ভূমিধস এবং ব্যাপক ধ্বংস ডেকে আনে।





Read More