PHOTOS

Kalpan Mitra Wedding: বিয়ে করলেন 'তোপসে' কল্পন, নেটপাড়ায় পরিচয় করালেন স্ত্রীর সঙ্গে...

Topse Kalpan Maitra: সৃজিত মুখার্জির জনপ্রিয় সিরিজ ফেলুদার ‘গোয়েন্দাগিরি দার্জিলিং জমজমাট’। এতে তোপসে চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়োন অভিনেতা কল্পন মিত্র। এবার বিয়ে করলেন পর্দার তোপসে।

Advertisement
1/6
কল্পন মিত্র
কল্পন মিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিচালক সত্যজিৎ রায়ের সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা। এ সিরিজে ফেলুদার সহকারী হিসেবে রয়েছে তোপসে চরিত্র। এই গোয়েন্দা কাহিনি নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র, ওয়েব সিরিজ।

2/6
কল্পন মিত্র
কল্পন মিত্র

সৃজিত মুখার্জির জনপ্রিয় সিরিজ ফেলুদার ‘গোয়েন্দাগিরি দার্জিলিং জমজমাট’। এতে তোপসে চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়োন অভিনেতা কল্পন মিত্র। এবার বিয়ে করলেন পর্দার তোপসে। তাঁর স্ত্রীর নাম দিয়া সিং।

3/6
কল্পন মিত্র
কল্পন মিত্র

বই মলাটে এবং রুপালি পর্দায় সত্যজিতের ফেলুদা ও তোপসে চরিত্র অবিবাহিত। তবে বাস্তবে বিয়ে করলেন তোপসে। কল্পন মিত্র বলেন, “আমরা দুই মলাটে আর পর্দায় চিরকুমার। বাস্তবে ফেলুদার চরিত্রাভিনেতা বিবাহিত, এবার আমিও।”

4/6
কল্পন মিত্র
কল্পন মিত্র

স্ত্রী দিয়ার সঙ্গে পরিচয়ের বিষয়ে জানতে চাইলে, কল্পন মিত্র বলেন, “কাছের মানুষদের জানাব বলেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি দিয়েছি। এর বেশি কিছু নয়। বিয়ে বিষয়টা ভীষণ ব্যক্তিগত। তাই এর বাইরে কিছু বলতে চাই না।”

 

5/6
কল্পন মিত্র
কল্পন মিত্র

অভিনয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংগীত সংগ্রহশালায় চাকরি করেন অভিনেতা।

6/6
কল্পন মিত্র
কল্পন মিত্র

 ২২ এপ্রিল থেকে কমলেশ্বর মুখার্জির নতুন ফেলুদার শুটিং শুরু করবেন কল্পন। 





Read More