PHOTOS

Rallies In Kolkata: বাম-বিজেপি সহ ৬ মিছিলে আজ মিছিলনগরী কলকাতা, তীব্র যানজট-ভোগান্তির আশঙ্কা

Advertisement
1/5
মিছিল জটে কলকাতা
মিছিল জটে কলকাতা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শহর কলকাতা আজ মিছিল নগরী। শহরের বুকে আজ ৩টি মিছিল। ফলে রাজপথে আজ যানজট ও ভোগান্তির আশঙ্কা। 

2/5
মিছিল জটে কলকাতা
মিছিল জটে কলকাতা

একদিকে পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগে আজ কলেজ স্কোয়ার থেকে মিছিলের কর্মসূচি রয়েছে বিজেপির। যদিও মিছিলের অনুমতি মেলেনি। তবে মিছিল হবেই, হুঙ্কার দিয়েছে বিজেপি নেতৃত্ব। কলেজ স্ট্রিট থেকে মিছিল বেরিয়ে ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ে শেষ হওয়ার কথা।

3/5
মিছিল জটে কলকাতা
মিছিল জটে কলকাতা

ওদিকে পুলিস কনস্টেবল পদে নিয়োগের দাবিতে আজ পথে নামছে বামেরাও। দুপুরে শিয়ালদহ থেকে বামেদের মহামিছিল আজ। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল কর্মসূচি রয়েছে বামেদের।

4/5
মিছিল জটে কলকাতা
মিছিল জটে কলকাতা

একইসঙ্গে আজ গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদেরও মিছিল রয়েছে। দুপুরে শহীদ মিনার মাতঙ্গিনী মূর্তির পাদদেশ থেকে শুরু হবে মিছিল। হাজরা মোড়ে গিয়ে শেষ হবে মিছিল। এছাড়াও আরও ছোট ছোট ৩টি মিছিল রয়েছে। সবমিলিয়ে ৬টি মিছিল রয়েছে।

5/5
মিছিল জটে কলকাতা
মিছিল জটে কলকাতা

৩ মিছিল ঘিরে যানজটের আশঙ্কা। যানজটের আশঙ্কা ডোরিনা ক্রসিং, কলেজ স্ট্রিট, এনসি স্ট্রিট, শিয়ালদা ফ্লাইওভার, এসএন ব্যানার্জি রোডে। 





Read More