যানজট রুখতে নিবেদিতা সেতুর উপর যান চলাচল নিয়ন্ত্রিত হল।
বিকেল ৪টে থেকে ৯টা পর্যন্ত এখন থেকে মালবাহী গাড়ি চলবে না ব্রিজে।
বালি মাইতি পাড়ার দিক থেকে ব্যারাকপুরের দিকে গাড়ি চলায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
হাওড়া সিটি পুলিসের তরফে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রোজ যানজট। গাড়ির যাঁতাকলে পড়ে চরম দুর্ভোগে পড়তে হত চালকদের।
এমারজেন্সি পরিষেবাও বিঘ্নিত হত যানজটের যাঁতাকলে।
যানজটের কারণ ছিল মালবাহী গাড়ির দৌরাত্ম্য।