PHOTOS

Road Accident: দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই ভয়ংকর দুর্ঘটনা! ঝড়ে উল্টে গেল গাড়ি, আহত...

Digha Jagannath Temple: বুধবার রয়েছে দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন। আর তার আগেই ঘটল বিপত্তি। দীঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা।

Advertisement
1/6

মৃত্যুঞ্জয় দাস: দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা। আহত একজন উপপ্রধান-সহ মোট ৭ তৃণমূল কর্মী। 

2/6

প্রবল ঝড়ে জয়পুর জঙ্গলে গাড়ির ওপর গাছ পড়ে দুর্ঘটনাটি ঘটে।

3/6

বুধবার রয়েছে দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন। উদ্বোধনের আগেই কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তিনটি গাড়ি করে মোট ১৫ থেকে ২০ জন তৃণমূল নেতাকর্মী দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সোমবার সন্ধ্যায়। বাড়ি থেকে বেরিয়ে জয়পুর জঙ্গলে ঢোকার পরেই শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। 

4/6

ব্লক সভাপতি ও আরেকটি গাড়ি পেরিয়ে গেলেও মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান-সহ ৭ তৃণমূল কর্মী ছিল পিছনের গাড়িতে। আচমকা ঝড়ের দাপটে জয়পুর জঙ্গল থেকে একটি গাছ ভেঙে পড়ে ওই গাড়িতে।

5/6

ঘটনায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় জঙ্গলের ভেতর। দুমড়ে মুচরে যায় গাড়িটি। গুরুতর আহত হয় গাড়ির ভেতরে থাকা উপ-প্রধান সহ সাত তৃণমূল কর্মী। তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। 

6/6

বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আহত তৃণমূলের নেতাকর্মীরা। বর্তমানে তাদের প্রত্যেকের অবস্থান স্থিতিশীল তবে একজনের পা ভেঙেছে কারোর কোমরে আঘাত, কারোর মাথায় আঘাত রয়েছে।





Read More