Sealdah: যাত্রী পরিষেবা উন্নতিতে নজর, এবার শিয়ালদহ স্টেশন চত্বরে বসছে ব্যারিকেড। একের পর এক প্লাটফর্ম থেকে প্রতি মিনিটে কোনও না কোনও ট্রেন ছাড়ছে। সঠিক ধারণা না থাকলে কোন প্লাটফর্মে যাবেন, সেটা বুঝে ওঠা মুশকিল। তাই...
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: শিয়ালদহ স্টেশনে ঢুকে এবার আর উদ্ভ্রান্তের মতো ঘুরতে হবে না যাত্রীদের। কোন প্লাটফর্মে তার ট্রেন ঢুকছে সেজন্য স্টেশনের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটতে হবে না।
নির্দিষ্ট প্ল্যাটফর্ম ঠিক করে দেওয়া হল প্রত্যেক রুটের জন্য। অর্থাৎ এক থেকে পাঁচের মধ্যে কোন দিকের ট্রেন ঢুকবে। পাঁচ থেকে দশের মধ্যে কোন দিকে ট্রেন ঢুকবে এইভাবে।
প্ল্যাটফর্ম নম্বর ১ থেকে ৫ মূলত শহরতলীর (লোকাল) ট্রেন পরিষেবার জন্য নির্ধারিত থাকবে, যেগুলি মেন লাইন অংশে যাবে—যেমন কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নাইহাটি, কল্যাণী সীমান্ত ও ব্যারাকপুর।
প্ল্যাটফর্ম নম্বর ৫ থেকে ৮ মূলত CCR শাখার ট্রেনগুলির জন্য নির্ধারিত, অর্থাৎ যেগুলি ডানকুনি ও বারুইপাড়া গন্তব্যে যাবে।
প্ল্যাটফর্ম নম্বর ৬ থেকে ১০ মূলত সেন্ট্রাল শাখার সাবার্বান পরিষেবার জন্য ব্যবহার হবে, যেমন বনগাঁ, বারাসাত, হাবড়া, দত্তপুকুর, গোপালনগর, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট ও মধ্যমগ্রাম।
প্ল্যাটফর্ম নম্বর ৯ ও ১১ থেকে ১৪ মূলত মেইল/এক্সপ্রেস ট্রেন পরিষেবার জন্য নির্ধারিত থাকবে।
প্ল্যাটফর্ম নম্বর ১৫ থেকে ২১ শুধুমাত্র শিয়ালদহ দক্ষিণ শাখার সাবার্বান ট্রেন পরিষেবার জন্য ব্যবহার করা হবে।
সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। নির্দিষ্ট প্লাটফর্ম থেকেই নির্দিষ্ট শাখার ট্রেন চলাচল করবে।