Shukra Gochar 2025: শুক্র গ্রহ প্রেম-ভালোবাসা, ধন-সম্পদ, সুখ-সৌন্দর্য ও ভোগবিলাসের প্রতীক। শুক্রের রাশি বদলের ফলে ৩ রাশির জীবনে মোড় ঘুরতে চলেছে
আগামী ৩১ মে শুক্র মীন থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে। ওই রাশিতে শুক্র অবস্থান করবে ২৯ জুন পর্যন্ত।
শুক্র গ্রহ প্রেম-ভালোবাসা, ধন-সম্পদ, সুখ-সৌন্দর্য ও ভোগবিলাসের প্রতীক। শুক্রের রাশি বদলের ফলে ৩ রাশির জীবনে মোড় ঘুরতে চলেছে। কারা রয়েছে সেই দলে?
রাশি বদলের ফলে কুম্ভ রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কাজের জায়গায় গুরুত্ব বাড়বে। প্রশংসা পাবে। এই সময়টা নতুন কোনও কাজে হাত দেওয়ার সময়। পারিবারিক সম্পর্ক অনেক মজবত হবে। এই সময়য়টাতে মিথুন, তুলা বা কুম্ভ রাশির জাতকদের জন্যও খুব শুভ।
শুক্রের মেষে গমনের ফলে মিথুন জাতকদের আর্থিক লাভ হবে বিপুলভাবে। সন্তানের সুখ ও বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন। ব্যবসায় প্রচুর সাফল্য রয়েছে। সঞ্চয় বাড়বে। বিনিয়োগ করার সময় এটি। প্রেমে রয়েছে সুখের বন্যা।
দাম্পত্যে চোখে পড়ার মতো উন্নতি হবে। ব্যবসার জন্য সময়টি বিশেষ শুভ। বিশেষকরে যারা পার্টানশিপে ব্যবসা করছেন। কাজের জায়গায় অনেক উন্নতি হবে। বহু মানুষের প্রশংসা পাবেন। প্রেমের সম্পর্কে নতুন দিক খুলে যাবে।