PHOTOS

Tropical Cyclones: ভয়ংকর হয়ে উঠতে পারে দুই ঝড়? হাওয়ার বেগ হতে পারে ১৭০ কিমি প্রতি ঘণ্টা? জেনে নিন, 'রে', '০নাইনএফে'র হাল...

Tropical Cyclone Rae Tropical Depression 09F: 'জেলিয়া'! 'অ্যান্টনি'! 'আলফ্রেড'! এবার 'রে' '০৯এফ'! এগুলি কীসের নাম, জানেন? ঝড়ের। শেষদুটি এখনও ভয়ংকর হয়ে ওঠেনি। তবে, হওয়া শুধু সময়ের অপেক্ষা।

Advertisement
1/6
নিম্নচাপ থেকে ঝড়
নিম্নচাপ থেকে ঝড়

ফিজি মেটিওরলজিক্যাল সার্ভিস মনে করছে 09F অচিরেই নিছক ডিপ্রেশন থেকে ক্য়াটেগরি-১ ঝড়ে রূপান্তরিত হবে! পরে এটি ক্য়াটেগরি-২ ঝড়েও পরিণত হতে পারে।

2/6
বৃষ্টিবাদল
বৃষ্টিবাদল

এই ঝড়ের জেরে বিপুল বৃষ্টি হবে, বন্যাও হতে পারে। আজ, সোমবার রাত থেকে আগামীকাল সকালের মধ্যে 09F আছড়ে পড়তে পারে। 

3/6
ধ্বংস
ধ্বংস

এর জেরে যেসব নির্মাণ একটু দুর্বল সেগুলি ভেঙেচুরে যেতে পারে। উড়ন্ত ধ্বংসাবশেষ ডেকে আনতে পারে বড় বিপদ। একটু নীচু অঞ্চলগুলি প্লাবিত হয়ে যাবে। নদীগুলিতে আসতে পারে প্লাবন।

4/6
ক্যাটেগরি-২ গোত্রের ঘূর্ণিঝড়
ক্যাটেগরি-২ গোত্রের ঘূর্ণিঝড়

অন্যদিকে সাইক্লোন রে এখন একটি ক্যাটেগরি-২ গোত্রের ঘূর্ণিঝড়। এটি অচিরেই সিভিয়ার ট্রপিক্যাল সাইক্লোনে পরিণত হতে পারে।

5/6
প্রবল বৃষ্টি, বজ্রপাত
প্রবল বৃষ্টি, বজ্রপাত

আর ইতিমধ্যে এর জেরে হতে পারে প্রবল বৃষ্টি, বজ্রপাত। উত্তাল হতে পারে সমুদ্র। বইতে পারে ঝোড়ো হাওয়া।

6/6
১৭০ কিমি প্রতি ঘণ্টা!
১৭০ কিমি প্রতি ঘণ্টা!

এর মধ্যে একটি ডেসট্রাকটিভ হারিকেনও আসতে পারে। তখন চূড়ান্তে পৌঁছে যেতে পারে হাওয়ার গতি! তা হতে পারে ১৭০ কিমি প্রতি ঘণ্টাও!





Read More