New Baba Vanga’s Prediction Comes True Tsunami hits Russia, Japan:
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৫২ সালের পর রাশিয়ায় সবচেয়ে বড় ভূমিকম্প! ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প রাশিয়ার পূর্ব উপকূলে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে।
ভূমিকম্পের পরই রাশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা, সেরগেই, লেবেডেভ এলাকায় আছড়ে পড়ে ৪ মিটার উঁচু সুনামির ঢেউ। সুনামি আছড়ে পড়েছে জাপানের উত্তরে হোক্কাইডো থেকে দক্ষিণে দক্ষিণে ওয়াকাইয়ামাতেও।
আর এই ভূমিকম্প ও সুনামির পরই ফের আলোচনায় জাপানের মাঙ্গা আর্টিস্ট তথা কার্টুন শিল্পী রিও তাতসুকির ভবিষ্যদ্বাণী! ২৫ দিন পর কি ফলে গেল 'নতুন বাবা ভাঙ্গা' বলে পরিচিত রিও তাতসুকির ভবিষ্যদ্বাণী?
২০২৫-এর জুলাই মাসে ভয়াবহ দুর্যোগের ভবিষ্যদ্বাণী করেছিলেন রিও তাতসুকি। ৫ জুলাই জাপানে ভয়ংকর সুনামি আছড়ে পড়তে চলেছে বলে নিজের বইতে ভবিষ্যদ্বাণী করেছিলেন 'নতুন বাবা ভাঙ্গা' তাতসুকি।
সেই জুলাই মাসেই, ৫ জুলাইয়ের ২৫ দিন পর, ৩০ জুলাই ভোরে রাশিয়া কেঁপে উঠল ভয়ংকর ভূমিকম্পে। আর তারপরই আছড়ে পড়ল সুনামি। সুনামির সতর্কতা হাওয়াই, আলাস্কা, হনোলুলুতেও।
এরপর কী? প্রমাদ গুনছেন সবাই! ১৯৯৯ সালে নিজের লেখা 'ওয়াটশি গা মিতা মিরাই' (দ্যা ফিউচার আই স) বইতে বিভিন্ন বিষয় নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন রিও তাতসুকি।
যারমধ্যে রাজকুমারী ডায়ানার মৃত্যু, ফ্রেডি মার্কারির মৃত্যু, কোভিড-১৯-এর প্রাদুর্ভাব ও ২০১১ সালের মার্চ মাসের ভূমিকম্প ও সুনামি উল্লেখযোগ্য। যার প্রত্যেকটাই বাস্তবে ঘটেছে এবং সত্যি বলে প্রমাণিত হয়েছে।