PHOTOS

New Baba Vanga’s Prediction Comes True: ফলেই গেল 'বাবা ভাঙ্গা'র ভবিষ্যদ্বাণী! ২৫ দিন পর সত্যি হল ভয়ংকর সুনামি... এরপর কী? আতঙ্কের প্রহর...

New Baba Vanga’s Prediction Comes True Tsunami hits Russia, Japan: 

Advertisement
1/7

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৫২ সালের পর রাশিয়ায় সবচেয়ে বড় ভূমিকম্প! ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প রাশিয়ার পূর্ব উপকূলে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে।

 

 

2/7

ভূমিকম্পের পরই রাশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা, সেরগেই, লেবেডেভ এলাকায় আছড়ে পড়ে ৪ মিটার উঁচু সুনামির ঢেউ। সুনামি আছড়ে পড়েছে জাপানের উত্তরে হোক্কাইডো থেকে দক্ষিণে দক্ষিণে ওয়াকাইয়ামাতেও।

 

 

3/7

আর এই ভূমিকম্প ও সুনামির পরই ফের আলোচনায় জাপানের মাঙ্গা আর্টিস্ট তথা কার্টুন শিল্পী রিও তাতসুকির ভবিষ্যদ্বাণী! ২৫ দিন পর কি ফলে গেল 'নতুন বাবা ভাঙ্গা' বলে পরিচিত রিও তাতসুকির ভবিষ্যদ্বাণী?

 

 

4/7

২০২৫-এর জুলাই মাসে ভয়াবহ দুর্যোগের ভবিষ্যদ্বাণী করেছিলেন রিও তাতসুকি। ৫ জুলাই জাপানে ভয়ংকর সুনামি আছড়ে পড়তে চলেছে বলে নিজের বইতে ভবিষ্যদ্বাণী করেছিলেন 'নতুন বাবা ভাঙ্গা' তাতসুকি।

 

 

5/7

সেই জুলাই মাসেই, ৫ জুলাইয়ের ২৫ দিন পর, ৩০ জুলাই ভোরে রাশিয়া কেঁপে উঠল ভয়ংকর ভূমিকম্পে। আর তারপরই আছড়ে পড়ল সুনামি। সুনামির সতর্কতা হাওয়াই, আলাস্কা, হনোলুলুতেও।

 

 

6/7

এরপর কী? প্রমাদ গুনছেন সবাই! ১৯৯৯ সালে নিজের লেখা 'ওয়াটশি গা মিতা মিরাই' (দ্যা ফিউচার আই স) বইতে বিভিন্ন বিষয় নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন রিও তাতসুকি।

 

 

7/7

যারমধ্যে রাজকুমারী ডায়ানার মৃত্যু, ফ্রেডি মার্কারির মৃত্যু, কোভিড-১৯-এর প্রাদুর্ভাব ও ২০১১ সালের মার্চ মাসের ভূমিকম্প ও সুনামি উল্লেখযোগ্য। যার প্রত্যেকটাই বাস্তবে ঘটেছে এবং সত্যি বলে প্রমাণিত হয়েছে।





Read More