PHOTOS

Sayak Chakraborty Wedding: চুপিসারে ছাদনাতলায় সায়ক! পাত্রী ছোটপর্দার জনপ্রিয় নায়িকা, সত্যিই বিয়ে করলেন অভিনেতা?

Tv Actor Sayak Chakraborty Ayanna Chatterjee Marriage: গোপনেই বিয়ে সারলেন সায়ক, এই খবরেই সরগরম সোশ্যাল মিডিয়া। আসলে সায়ক নিজেই আচমকা তাঁর বিয়ের ছবি পোস্ট করেছেন। কাকে বিয়ে করলেন সায়ক? পাত্রী ছোটপর্দার আরেক জনপ্রিয় মুখ। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গায়ে হলুদ, খইদান থেকে সিঁদুরদানের ছবি। সত্যিই কি বিয়ে করলেন তাঁরা? 

Advertisement
1/10
সায়ক-অয়ন্যার বিয়ে
সায়ক-অয়ন্যার বিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডেইলি ভ্লগে জীবনের রোজনামচা তুলে ধরেন অভিনেতা সায়ক চক্রবর্তী। বন্ধুর বিয়ে থেকে শুরু করে রোজের জীবনের বড়-ছোট সব ঘটনা তুলে ধরেন তিনি। তবে কাকপক্ষীও টের পেল না তাঁর বিয়ের? 

 

2/10
সায়ক-অয়ন্যার বিয়ে
সায়ক-অয়ন্যার বিয়ে

গোপনেই বিয়ে সারলেন সায়ক, এই খবরেই সরগরম সোশ্যাল মিডিয়া। আসলে সায়ক নিজেই আচমকা তাঁর বিয়ের ছবি পোস্ট করেছেন। 

 

3/10
সায়ক-অয়ন্যার বিয়ে
সায়ক-অয়ন্যার বিয়ে

কাকে বিয়ে করলেন সায়ক? পাত্রী ছোটপর্দার আরেক জনপ্রিয় মুখ। 

 

4/10
সায়ক-অয়ন্যার বিয়ে
সায়ক-অয়ন্যার বিয়ে

'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' খ্যাত অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়ের সিঁথি রাঙালেন সায়ক। 

 

5/10
সায়ক-অয়ন্যার বিয়ে
সায়ক-অয়ন্যার বিয়ে

সোমবার গায়ে হলুদের ছবি পোস্ট করেন সায়ক। এরপরেই একে একে বিয়ের ছবি পোস্ট করতে থাকেন। 

 

6/10
সায়ক-অয়ন্যার বিয়ে
সায়ক-অয়ন্যার বিয়ে

এরই মাঝে জি ২৪ ঘণ্টা ডিজিটাল হাতে পায় সিঁদুরদানের বেশ কয়েকটি অদেখা ছবি। তাহলে কি সত্যিই বিয়ে করলেন অভিনেতা। 

 

7/10
সায়ক-অয়ন্যার বিয়ে
সায়ক-অয়ন্যার বিয়ে

বিয়েতে সায়ক ও অয়ন্যা ছিলেন একেবারে সাবেকি বর কনের সাজে। তাই তাঁদের দেখে দোলাচলে অনুরাগীরাও। আর এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন সায়ক। 

 

8/10
সায়ক-অয়ন্যার বিয়ে
সায়ক-অয়ন্যার বিয়ে

ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গায়ে হলুদ, খইদান থেকে সিঁদুরদানের ছবি। 

 

9/10
সায়ক-অয়ন্যার বিয়ে
সায়ক-অয়ন্যার বিয়ে

সায়ক-অয়ন্যার ‘বিয়ে’তে দেখা গেল গায়িকা তথা ইউটিউবার দেবলীনাকেও। তবে আপাতত শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া সায়ক ও অয়ন্যাকে। 

 

10/10
সায়ক-অয়ন্যার বিয়ে
সায়ক-অয়ন্যার বিয়ে

তবে সায়ক অয়ন্যার এই বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অনুরাগীদের দাবি, কোনও ফটোশ্যুট বা প্রমোশনই হবে। কেউ কেউ আবার শুভেচ্ছাও জানিয়েছেন। 





Read More