PHOTOS

Tv Actor Mirza Hospitalised: পেশীতে বড়সড় চোট! তড়িঘড়ি অস্ত্রোপচার জনপ্রিয় অভিনেতা ফাহিম মির্জার...

Fahim Mirza Injury: পেশীতে বড়সড় চোট পান অভিনেতা। তড়িঘড়ি অস্ত্রোপচার করতে হয় জনপ্রিয় অভিনেতা মির্জার। অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেতা?

Advertisement
1/8
কেমন আছেন ফাহিম?
কেমন আছেন ফাহিম?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটপর্দার জনপ্রিয় মুখ ফাহিম মির্জা। বর্তমানে 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। তবে এরই মাঝে বড়সড় বিপর্যয়। 

 

2/8
কেমন আছেন ফাহিম?
কেমন আছেন ফাহিম?

পেশীতে বড়সড় চোট পান অভিনেতা। তড়িঘড়ি অস্ত্রোপচার করতে হয় জনপ্রিয় অভিনেতা মির্জার। অস্ত্রোপচারের পর কেমন আছেন অভিনেতা?

 

3/8
কেমন আছেন ফাহিম?
কেমন আছেন ফাহিম?

হাসপাতালের বিছানায় বসে থাকা একটি ছবি পোস্ট করে অভিনেতা তাঁর অনুরাগীদের প্রার্থনার জন্য ধন্যবাদ জানিয়েছেন। 

 

4/8
কেমন আছেন ফাহিম?
কেমন আছেন ফাহিম?

বর্তমানে হাসপাতাল থেকে ফিরে তিনি এখন বাড়িতেই বিশ্রামে আছেন। অভিনেতা আরও জানান ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। তবে এখনও muscle tear আছে। 

 

5/8
কেমন আছেন ফাহিম?
কেমন আছেন ফাহিম?

কীভাবে চোট পেলেন ফাহিম? শ্যুটিংয়ে নয়, ক্রিকেট খেলতে গিয়ে চোট পান তিনি। 

 

6/8
কেমন আছেন ফাহিম?
কেমন আছেন ফাহিম?

সেলেব্রিটি লীগের ক্রিকেট খেলতে গিয়েই চোট পান ফাহিম। অভিনেতার ডান হাতের লিগামেন্ট এবং টেন্ডান - দুটোই ছিঁড়ে গিয়েছিল। 

 

7/8
কেমন আছেন ফাহিম?
কেমন আছেন ফাহিম?

প্রথমে বুঝতেই পারেননি যে চোট গুরুতর। পেইনকিলার খেয়েই সারার চেষ্টা করেছিলেন কিন্তু ধীরে ধীরে কাতর হয়ে পড়েন। 

 

8/8
কেমন আছেন ফাহিম?
কেমন আছেন ফাহিম?

ফিজিওথেরাপিস্টের পরামর্শে এমআরআই করাতেই দেখা যায়, পেশী ছিঁড়ে গেছে। তখন আর অপারেশন ছাড়া অন্য রাস্তা ছিল না। 





Read More