PHOTOS

TV Actor: গুরুতর আহত জনপ্রিয় অভিনেতা হানি, ২০টা সেলাই পড়েছে হাতে, শীঘ্রই অস্ত্রোপচার!

Honey Bafna Injured: টুম্পা ঘোষের সঙ্গে শ্যামা ধারাবাহিকে ফিরেছেন অভিনেতা হানি বাফনা। ছোটপর্দার এই অভিনেতা খুবই জনপ্রিয় ভক্তমহলে। সব ঠিকঠাকই চলছিল, হঠাৎই দুর্ঘটনায় রক্তারক্তি কাণ্ড ঘটে যায় অভিনেতার জীবনে।

Advertisement
1/6
আহত হানি
আহত হানি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্য নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন অভিনেতা হানি বাফনা। এর মাঝেই ঘটে গেল বিপত্তি।

 

2/6
আহত হানি
আহত হানি

বাড়িতেই গুরুতর আহন হন অভিনেতা। হাতে কাচ ঢুকে গভীরভাবে হাত কেটেছে হানির। ইতোমধ্যেই হাতে পড়েছে ২০টা সেলাই। শোনা যাচ্ছে, শীঘ্রই অস্ত্রোপচার হবে অভিনেতার।

 

 

3/6
আহত হানি
আহত হানি

বর্তমানে শ্যামা ধারাবাহিকের মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর আহত হওয়ার খবরে কার্যত চিন্তায় তাঁর অনুরাগীরা।

 

4/6
আহত হানি
আহত হানি

শ্বেতা ভট্টাচার্যের বিপরীতে ‘সোহাগজল’ ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি। সেই ধারাবাহিক শেষ হওয়ার পরেই টুম্পা ঘোষের সঙ্গে শ্যামা ধারাবাহিকে ফিরেছেন অভিনেতা হানি বাফনা।

 

5/6
আহত হানি
আহত হানি

জোরকদমে চলছিল শ্যুটিং। এরমাঝেই ঘটে গেল রক্তারক্তি কাণ্ড। তাঁর দুর্ঘটনার পরে সিরিয়ালের গল্পেও অনিশ্চয়তা দেখা গেছে।

 

6/6
আহত হানি
আহত হানি

তাহলে কী তাঁকে ছাড়াই এগোবে গল্প? নাকি আহত হাত নিয়েই শ্যুটিংয়ে ফিরবেন হানি? মুখ্য অভিনেতার এই দুর্ঘটনার পর গল্প কী ভাবে এগোবে, সেটাই দেখার অপেক্ষা।





Read More