Souptik-Ranieeta Breakup: ‘ধন্যি মেয়ে’ ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে পা রাখেন সৌপ্তিক ও রণিতা। সেই সেট থেকে তাঁদের প্রেম শুরু। একসঙ্গে প্রযোজনা সংস্থাও খুলেছেন দুজনে তবে ১২ বছর পর সেই সম্পর্কেই ইতি টানলেন তাঁরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১১ সালে প্রথমবার পর্দায় দেখা গিয়েছিল সৌপ্তিক চক্রবর্তী এবং রণিতা দাসকে৷
‘ধন্যি মেয়ে’ সিরিয়ালের মাধ্যমে তাঁদের জুটি হিসাবে দেখেছিলেন৷ সেই সেট থেকেই তাঁদের প্রেমের শুরু।
সম্প্রতি তাঁদের বিচ্ছেদ নিয়ে জোর গুঞ্জন ছড়ায় টলিপাড়ায়।
গত বছর জুন মাস নাগাদ শোনা গিয়েছিল, রণিতা আর সৌপ্তিকের প্রেমে ঢুকে পড়েছেন তৃতীয় ব্যক্তি।
শোনা যায় টলিপাড়ার এক নায়িকার প্রেমে পড়েছেন সৌপ্তিক। যদিও সে খবর গুজব বলে হাওয়ায় উড়িয়ে দেন অভিনেতা।
তবে এর পরেই শোনা যায় তাঁদের বিচ্ছেদের খবর। তবে সম্পর্কে ভাঙন ধরলেও তাঁরা এখন ভালো বন্ধু বলেই দাবি করেন রণিতা।
অভিনেত্রী বলেন, ‘‘আমি এখন আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও আলোচনা চাই না৷ আমাদের ভাল বন্ধুত্ব রয়েছে।’’