Aditi Sharma Divorce: সমর্থ গুপ্তের সঙ্গে তাঁর চর্চিত সম্পর্কের যে অভিযোগ তুলেছেন স্বামী অভিনীত কৌশিক, সেই দাবির বিষয়ে এবার নীরবতা ভাঙলেন অদিতি শর্মা। তিনি বলেন, "সে প্রতিদিনই আমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করত... যদি আমি মেলামেশা করি, তাহলে সে আমাকে খারাপ নামে ডাকত। যদি আমি কোনও ছেলের সঙ্গে চ্যাট করি,তাহলে তাঁর সমস্যা হত।" অদিতি জানিয়েছেন তাঁর স্বামীর এই আচরণ তাঁকে বন্ধুবান্ধব এবং পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের কয়েকদিনের মাথায় বড় সিদ্ধান্ত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অদিতি শর্মার।
মাত্র মাস চারেক আগেই দীর্ঘদিনের প্রেমিক অভিনীত কৌশিককে বিয়ে করেছিলেন অদিতি। কয়েক মাসের মধ্যেই ভাঙল সেই বিয়ে।
অদিতির বিরুদ্ধে তাঁর স্বামীর অভিযোগ যে অদিতি ঠকিয়েছেন অভিনীতকে। তাঁর দাবি, অদিতি সহ অভিনেতা সমর্থ গুপ্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
সেই কারণেই নাকি অদিতির সঙ্গে বিয়ে ভেঙেছে অভিনীতের। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।
অভিনেত্রী বলেন যে "সে প্রতিদিনই আমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করত... যদি আমি মেলামেশা করি, তাহলে সে আমাকে খারাপ নামে ডাকত। যদি আমি কোনও ছেলের সঙ্গে চ্যাট করি,তাহলে তাঁর সমস্যা হত।"
অদিতি জানিয়েছেন তাঁর স্বামীর এই আচরণ তাঁকে বন্ধুবান্ধব এবং পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে।
অদিতির দাবি, সমর্থ শুধুমাত্র তাঁর বন্ধু ও সহ অভিনেতা, এর চেয়ে বেশি কিছু নয়।
পাশাপাশি অদিতির দাবি, তাঁর গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলেন তাঁর স্বামী অভিনীত। এছাড়াও সবতেই সন্দেহ করত অভিনীত।
অদিতি বলেন, 'খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে তা একান্তই ব্যক্তিগত।'
অভিনেত্রী জানিয়ে দেন যে এই খবর সত্য়ি যে তিনি আর তাঁর স্বামী বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।