PHOTOS

Ahona Dutta Baby: ২১ বছরেই মা হলেন ছোটপর্দার 'মিশকা' অহনা, ঘর আলো করে এল ছেলে না মেয়ে?

Tv Actress Ahona Dutta: অনেক ছোট বয়সেই বিয়ে ও মা হওয়ার সিদ্ধান্ত নেন অহনা। মাত্র ২১ বছরেই মা হলেন অভিনেত্রী। বছরের শুরুতে বিয়ের খবর প্রকাশ্যে আনার ২ মাসের মাথায় সুখবর দেন অভিনেত্রী। সংসারে তৃতীয় ব্যক্তির আসার কথা জানান। সোমবার এল সুখবর। কোল আলো করে এল ছেলে না মেয়ে? 

Advertisement
1/10
মা হলেন অহনা
মা হলেন অহনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। দর্শকরা তাঁকে চেনেন মিশকা নামেই। 

2/10
মা হলেন অহনা
মা হলেন অহনা

মায়ের ও পরিবারের অমতে বিয়ে করেছিলেন অহনা। প্রায় এক বছর লুকিয়ে রেখেছিলেন বিয়ের খবরও। 

3/10
মা হলেন অহনা
মা হলেন অহনা

দীপঙ্কর রায় তাঁর 'লিভ ইন' পার্টনার নন, এক বছর আগেই বিয়ে করেছেন ছোটপর্দার 'মিশকা' অহনা দত্ত। বছরের প্রথম দিন সামাজিক মাধ্যমে সেই খবর জানিয়েছিলেন অভিনেত্রী।    

4/10
মা হলেন অহনা
মা হলেন অহনা

বছরের শুরুতে বিয়ের খবর প্রকাশ্যে আনার ২ মাসের মাথায় সুখবর দেন অভিনেত্রী। সংসারে তৃতীয় ব্যক্তির আসার কথা জানান। 

5/10
মা হলেন অহনা
মা হলেন অহনা

মায়ের সঙ্গে যোগাযোগ নেই অহনার। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় অহনাকে মায়ের কোনও অভাব বুঝতে দেননি দীপঙ্কর। 

6/10
মা হলেন অহনা
মা হলেন অহনা

প্রেগন্যান্সির সময়ে সবসময় স্ত্রীকে আগলে রাখতেন দীপঙ্কর। সুখী দাম্পত্যের একাধিক ভিডিয়ো তাঁরা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।  

7/10
মা হলেন অহনা
মা হলেন অহনা

সোমবার দিলেন সুখবর। মা হলেন অভিনেত্রী। কোল আলো করে এল ছেলে না মেয়ে?

8/10
মা হলেন অহনা
মা হলেন অহনা

একটি ছবি শেয়ার করে অহনা দীপঙ্কর লেখেন, 'এসো মা লক্ষ্মী, বসো ঘরে । নতুন চরিত্রে আমরা মা ও বাবা'। 

9/10
মা হলেন অহনা
মা হলেন অহনা

তাঁদের ছবি ও ক্যাপশন থেকে স্পষ্ট কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অহনা। 

10/10
মা হলেন অহনা
মা হলেন অহনা

অনেক ছোট বয়সেই বিয়ে ও মা হওয়ার সিদ্ধান্ত নেন অহনা। মাত্র ২১ বছরেই মেয়ের মা হলেন অভিনেত্রী। 





Read More