Tv Actress Ahona Dutta: অনেক ছোট বয়সেই বিয়ে ও মা হওয়ার সিদ্ধান্ত নেন অহনা। মাত্র ২১ বছরেই মা হলেন অভিনেত্রী। বছরের শুরুতে বিয়ের খবর প্রকাশ্যে আনার ২ মাসের মাথায় সুখবর দেন অভিনেত্রী। সংসারে তৃতীয় ব্যক্তির আসার কথা জানান। সোমবার এল সুখবর। কোল আলো করে এল ছেলে না মেয়ে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। দর্শকরা তাঁকে চেনেন মিশকা নামেই।
মায়ের ও পরিবারের অমতে বিয়ে করেছিলেন অহনা। প্রায় এক বছর লুকিয়ে রেখেছিলেন বিয়ের খবরও।
দীপঙ্কর রায় তাঁর 'লিভ ইন' পার্টনার নন, এক বছর আগেই বিয়ে করেছেন ছোটপর্দার 'মিশকা' অহনা দত্ত। বছরের প্রথম দিন সামাজিক মাধ্যমে সেই খবর জানিয়েছিলেন অভিনেত্রী।
বছরের শুরুতে বিয়ের খবর প্রকাশ্যে আনার ২ মাসের মাথায় সুখবর দেন অভিনেত্রী। সংসারে তৃতীয় ব্যক্তির আসার কথা জানান।
মায়ের সঙ্গে যোগাযোগ নেই অহনার। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় অহনাকে মায়ের কোনও অভাব বুঝতে দেননি দীপঙ্কর।
প্রেগন্যান্সির সময়ে সবসময় স্ত্রীকে আগলে রাখতেন দীপঙ্কর। সুখী দাম্পত্যের একাধিক ভিডিয়ো তাঁরা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সোমবার দিলেন সুখবর। মা হলেন অভিনেত্রী। কোল আলো করে এল ছেলে না মেয়ে?
একটি ছবি শেয়ার করে অহনা দীপঙ্কর লেখেন, 'এসো মা লক্ষ্মী, বসো ঘরে । নতুন চরিত্রে আমরা মা ও বাবা'।
তাঁদের ছবি ও ক্যাপশন থেকে স্পষ্ট কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অহনা।
অনেক ছোট বয়সেই বিয়ে ও মা হওয়ার সিদ্ধান্ত নেন অহনা। মাত্র ২১ বছরেই মেয়ের মা হলেন অভিনেত্রী।