PHOTOS

Dipika Kakar Diagnosed with Cancer: লিভারে 'মারণ' টিউমার! ক্যানসারে আক্রান্ত দীপিকাও, স্টেজ...

Dipika Kakar Health: টেনিস টিউমারটা আসলে ক্যানসার। মারণরোগে আক্রান্ত ছোটপর্দার অভিনেত্রী দীপিকা কক্কর। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ শেয়ার করেন।

Advertisement
1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগেই জানা গিয়েছিল, গুরুতর অসুস্থ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। পেটে টিউমার হয়েছে অভিনেত্রী। সেটি অস্ত্রোপচার করে বের করতে হবে।

2/8

মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়া পোস্টে দীপিকা জানিয়েছেন, তিনি লিভার ক্যানসারে আক্রান্ত।

3/8

অভিনেত্রীর এখন স্টেজ ২-এ রয়েছে। এই দুঃসংবাদ সামনে আসতেই অভিনেত্রীর ফ্যানেরা হতাশ হয়ে পড়ে। এবং তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন অনেকেই।

4/8

পোস্টে দীপিকা লেখেন, 'আপনারা সবাই জানেন যে শেষ কিছু সপ্তাহ আমাদের কাছে কঠিন ছিল। পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল। জানা গিয়েছিল, লিভারে টেনিস বলের সাইজে একটা টিউমার আছে। এবার জানা গিয়েছে, ওই টিউমারটি ক্যানসারের দ্বিতীয় পর্যায়।'

5/8

তিনি আরও লেখেন, 'সত্যি কথা বলতে, এটা আমার এবং আমার পরিবারের জন্য একটা কঠিন সময়। কিন্তু আমি একদমই ভেঙে পড়িনি। আমি খুবই পজিটিভ আছি, এটা থেকে বেরিয়ে আসার জন্য আমি প্রস্তুত। আমি এবং আমার পরিবারের আপনাদের প্রার্থনা প্রয়োজন। আমার ঈশ্বরের উপর বিশ্বাস আছে যে আমি এই পরিস্থিতি কাটিয়ে উঠব।'

6/8

উল্লেখ্য, বেশ অনেক দিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন দীপিকা। চিকিৎসককে দেখানো হলে তিনি কয়েকটি অ্যান্টিবায়োটিক দেন। যা খেয়ে অভিনেত্রীর পেটের ব্যথা সেরেও গিয়েছিল।

 

7/8

কিন্তু কয়েক দিন পরেই আবার যন্ত্রণা শুরু হয়। তখনই সব ধরনের টেস্ট করানো হয়েছিল তাঁর। সেখানেই ধরা পড়ে, নায়িকার পেটে একটি বড় টিউমর রয়েছে। এবার সেই টিউমারই পরিণত হয়েছে মারণ রোগে।

8/8

'সাসুরাল সিমর কা' সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। সেখান থেকেই জনপ্রিয়তার শিখড়ে ওঠেন অভিনেত্রী। বিগ বস সিজন ১২-র বিজয়ীও হন তিনি। কিছুদিন আগেই অভিনেত্রী ফারাহ খানের 'সেলিব্রিটি মাস্টার শেফ শো'তেও অংশ নিয়েছিলেন, কিন্তু অসুস্থতার কারণে তিনি মাঝপথে শোটি ছেড়ে চলে যান।





Read More