PHOTOS

Dipika Kakar in Stage 2 Cancer: ক্যানসারে আক্রান্ত দীপিকা, ১৪ ঘণ্টা ধরে চলল সার্জারি, ICU-এ অভিনেত্রী...

Tv Actress Dipika Kakar Surgery: কিছুদিন আগেই প্রকাশ্যে আসে দুঃসংবাদ। গুরুতর অসুস্থ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি পোস্ট করেছেন দীপিকার স্বামী শোয়েব, তা দেখে মনখারাপ অনুরাগীদের। জানা যায় খুব শীঘ্রই অস্ত্রোপচার হবে অভিনেত্রীর। 

Advertisement
1/10
দীপিকার সার্জারি
দীপিকার সার্জারি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী গুরুতর অসুস্থ অভিনেত্রী। পেটে একটি টিউমার হয়েছে। অস্ত্রোপচার করে সেই টিউমার বের করতে হবে। তারপরেই জানা যায় শুধু টিউমার নয়, লিভার ক্যানসারে আক্রান্ত তিনি। 

2/10
দীপিকার সার্জারি
দীপিকার সার্জারি

২৮ মে, দীপিকা কক্কর তাঁর ইনস্টাগ্রাম পোস্টে নিজের ক্যানসার ধরা পড়ার কথা জানান সোশ্যাল মিডিয়ায়। 

3/10
দীপিকার সার্জারি
দীপিকার সার্জারি

দীপিকা লিখেছিলেন, "আপনারা সবাই জানেন, গত কয়েক সপ্তাহ আমাদের জন্য অনেক কঠিন গেছে। পেটের ওপরের অংশে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। এরপর জানতে পারি লিভারে একটি টেনিস বলের মতো বড় টিউমার রয়েছে'। 

4/10
দীপিকার সার্জারি
দীপিকার সার্জারি

দীপিকা আরও লেখেন, "জানা যায়, এই টিউমারটি স্টেজ ২ ম্যালিগন্যান্ট (ক্যানসার)। এটা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি, যা আমরা দেখেছি ও অনুভব করেছি!"

5/10
দীপিকার সার্জারি
দীপিকার সার্জারি

৩ জুন, ১৪ ঘণ্টা দীর্ঘ এক সার্জারি হয় অভিনেত্রীর। তাঁর স্বামী, অভিনেতা শোয়েব ইব্রাহিম, এই তথ্য জানিয়েছেন এবং ভক্তদের দীপিকার জন্য প্রার্থনা করার অনুরোধ করেছেন।

6/10
দীপিকার সার্জারি
দীপিকার সার্জারি

বুধবার শোয়েব লেখেন, "দুঃখিত যে গতকাল রাতে কোনো আপডেট দিতে পারিনি, কারণ সার্জারিটা অনেক লম্বা ছিল। দীপি ১৪ ঘণ্টা ওটি-তে ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, সব কিছু ভালো হয়েছে। দীপি এখন আইসিইউ-তে আছে। কিছুটা ব্যথা আছে, কিন্তু সে স্থিতিশীল এবং ঠিক আছে"। 

7/10
দীপিকার সার্জারি
দীপিকার সার্জারি

শোয়েব আরও লেখেন, "আপনাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাই — ভালোবাসা, দোয়া, আর সাপোর্টের জন্য। সত্যিই অনেক মানে রাখে এসব। ও আইসিইউ থেকে বের হলে আমি আবার আপডেট দেবো। আবারও ধন্যবাদ। ওর জন্য দোয়া করতে থাকুন।”

8/10
দীপিকার সার্জারি
দীপিকার সার্জারি

অনেক দিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন দীপিকা। চিকিৎসককে দেখানো হলে তিনি কয়েকটি অ্যান্টিবায়োটিক দেন। যা খেয়ে অভিনেত্রীর পেটের ব্যথা সেরেও গিয়েছিল।

9/10
দীপিকার সার্জারি
দীপিকার সার্জারি

কিন্তু কয়েক দিন পরেই আবার যন্ত্রণা শুরু হয়। তখনই সব ধরনের টেস্ট করানো হয়েছিল তাঁর। সেখানেই ধরা পড়ে, নায়িকার পেটে একটি বড় টিউমার রয়েছে। এরপরেই জানা যায় যে সেই টিউমার আসলে স্টেজ টু লিভার ক্যানসার। 

10/10
দীপিকার সার্জারি
দীপিকার সার্জারি

সম্প্রতি মাস্টার শ্যেফে অংশ নিয়েছিলেন দীপিকা। তাঁর ২ বছরের ছেলেও রয়েছে। অভিনেত্রী ও তাঁর সন্তানকে নিয়ে উদ্বিগ্ন ফ্যানেরা। 





Read More