Tv Actress become mother: গত বছর ডিসেম্বরে জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। সেই মতোই বুধবার সকালে মাতৃত্বের খবর ভাগ করে নিলেন মানসী সেনগুপ্ত। ছেলে হল না মেয়ে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার সুখবর দিলেন নিম ফুলের মধু’র খলনায়িকা ‘মৌমিতা’ তথা অভিনেত্রী মানসী সেনগুপ্ত।
গত বছর ডিসেম্বরে জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। ভাগ করে নিয়েছেন প্রেগন্যান্সির নানা মুহূর্ত।
বুধবার সকালে মাতৃত্বের খবর ভাগ করে নিলেন মানসী সেনগুপ্ত। দ্বিতীয়বারের জন্য মা হলেন তিনি। আগেই অভিনেত্রীর এক মেয়ে ছিল, এবার ঘরে এল পুত্র।
বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড শেয়ার করেন অভিনেত্রী। নীল রঙে আঁকা একটা হার্ট, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চার একজোড়া পায়ের ছাপ, সঙ্গে লেখা ‘ইটস অ্যা বেবি বয়।’
অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
আগেই মানসী জানিয়েছিলেন যে ১৯ মার্চ তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন। সেই মতোই এল সুখবর।
সোমবার আচমকা অসুস্থ হয়ে পড়ায় মানসী হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিলেন।
তাঁর দ্বিতীয় সন্তান জন্মের ক্ষেত্রে বেশ কিছু রিস্ক ছিল। তাই চিকিৎসকরা শুরু থেকেই ভীষণ সাবধানে থাকতে বলেছিলেন অভিনেত্রীকে।
প্রসঙ্গত, দ্বিতীয়বার মানসীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়েছিল। কারণ মাঝে একটা সময় শোনা গিয়েছিল তাঁর স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হতে চলেছে।
স্বামীর সঙ্গে অশান্তির কথা অভিনেত্রী নিজেই স্বীকার করেছিলেন, এরপরেই সন্তানসম্ভবা হওয়ার খবরে ছড়িয়ে পড়ে নানা কথা। তবে এরপর অভিনেত্রী নিজেই জানান যে মেয়ের কথা ভেবে তাঁরা নিজেদের আরও একটা সুযোগ দিয়েছেন ও দ্বিতীয় সন্তানের জন্য পরিকল্পনা করেছেন।