Riya Ganguly Divorce: প্রায় আট মাস আগে টানাপোড়েন শুরু হয় রিয়া গঙ্গোপাধ্যায় ও অরিন্দম চক্রবর্তীর সম্পর্কে। অভিনেত্রীর দাবি, তাঁর স্বামী অরিন্দমের অন্য় মহিলার সঙ্গে সম্পর্ক আছে, যিনি নিয়মিত তাঁদের দমদম ক্যান্টনমেন্টের শ্বশুরবাড়িতে যাতায়াত করেন। এমনকি মাঝে মাঝে সেখানে থাকেনও। সেই পরকীয়ার কথা প্রকাশ্য়ে আনতেই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্তমান দুনিয়ায় সংসারে ভাঙন ধরার বা বিচ্ছেদের খবর নতুন কিছু নয়। বিনোদন দুনিয়াতেও প্রায়ই শোনা যায় এই খবর। এবার দাম্পত্য কলহর কথা প্রকাশ্যে আনলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়।
প্রায় আট মাস আগে টানাপোড়েন শুরু হয় রিয়া গঙ্গোপাধ্যায় ও অরিন্দম চক্রবর্তীর সম্পর্কে। সন্তানদের মুখের দিকে চেয়ে কোনো আইনি পদক্ষেপ নেননি অভিনেত্রী, এমনটাই অভিযোগ তাঁর। রিয়ার দাবি, সম্প্রতি তিনি যা জানতে পেরেছেন, তাতে বড় ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন অভিনেত্রী।
রিয়া বলেন, ‘অরিন্দম প্রতি সপ্তাহে ছেলেমেয়েদের সঙ্গে দেখা করতে আসত। গত কয়েক মাস ধরে এটা অনেক কমে গেছে। তখনই আমার সন্দেহ হয়। এখন যা জেনেছি, এরপর বড় সিদ্ধান্ত নিতেই হবে।’অভিনেত্রীর দাবি, তাঁর স্বামী অরিন্দমের অন্য় মহিলার সঙ্গে সম্পর্ক আছে, যিনি নিয়মিত তাঁদের দমদম ক্যান্টনমেন্টের শ্বশুরবাড়িতে যাতায়াত করেন। এমনকি মাঝে মাঝে সেখানে থাকেনও।
রিয়ার কথায়, ‘শাশুড়ি মা অসুস্থ থাকায় নাতি-নাতনিকে দেখতে চাইছিলেন। তাই আমি তাঁদের নিয়ে সেখানে গিয়েছিলাম। তখনই জানতে পারি স্বামীর প্রেমিকা নিয়মিত ওই বাড়িতে আসেন। কোনো কোনো দিন থেকেও যান। আমার শ্বশুরমশাই তাকে মেনেও নিয়েছেন। আমি শোবার ঘরে সেই নারীর অনেক জিনিস দেখেছি।’রিয়া আরও জানান, তাঁর স্বামী মিউচ্যুয়াল বিচ্ছেদের জন্য চাপ দিচ্ছেন। অরিন্দম চান, ছেলেমেয়েরা তার কাছে থাকুক এবং তিনি রিয়াকে কোনো খোরপোশ দেবেন না। এ কথা বলতে বলতে রীতিমতো ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি চান, তাঁর দুই ছেলেমেয়ে একটি সুস্থ পরিবেশে বড় হোক।
হাতেনাতে সবকিছু ধরে ফেলার পর আর চুপ থাকেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমস্ত ঘটনা প্রকাশ্যে এনেছিলেন তিনি। এরপরই রিয়ার বিরুদ্ধে করা হয় মানহানি মামলা, শুধু তাই নয় ফেসবুকে লাইভে এসে রিয়া জানিয়েছেন, তার বাড়িতে মা-বাবাকে হুমকি দিয়ে এসেছেন স্বামী, তাকে চোর অপবাদ দিয়েছেন। এমনকী যে মহিলাকে নিয়ে মুখ খুলেছিলেন রিয়া, সে-ই তার বিরুদ্ধে মানহানি মামলা করেছেন।
অভিনেত্রীর দাবি, সেই মহিলাও বিবাহিত, যার সব প্রমাণ তার কাছে আছে। শুধু দাবি নয়, সোমবার লাইভে এসে সেই মহিলার স্বামীর সঙ্গে তার কথোপকথন সবটাই সবাইকে শুনিয়েছেন রিয়া। যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে, এই ঘটনা অনেকটাই জানেন ওই ব্যক্তি। তবে স্ত্রীর ভয়ে চুপ করে ছিলেন এতদিন। যদিও এখনো যে তার স্ত্রীর বিরুদ্ধে কথা বলার সাহস নেই সেটাও ফোনে বলেন তিনি।
রিয়া এও জানিয়েছেন, টাকা-পয়সা এবং সম্পত্তির কারণেই সেই মহিলা তার স্বামীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন। কিন্তু রিয়ার কথায়, তিনি যখন বিচ্ছেদ চান তখন কোনো রকম ভরণপোষন দাবি করেননি, নিজের উপার্জনের টাকায় সন্তানদের মানুষ করার কথা ভেবেছিলেন। পরে অবশ্য দুই সন্তানের মুখ চেয়ে সবকিছু খানিকটা মিটমাট হয়ে যায়। তবে হঠাৎ করে শ্বশুরবাড়ি গিয়ে স্বামীর পরকীয়ার কথা জানতে পারেন রিয়া। এমনকী সেই বাড়িতে ওই মহিলার যাতায়াতের প্রমাণও রয়েছে রিয়ার কাছে।
এরপরই রিয়া জানিয়েছেন, তিনি এই লড়াই লড়ে যাবেন। তাতে যদি তাকে সর্বস্বান্ত হয়ে যেতে হয় তাও পিছপা হবেন না। কারণ তার বাবা সরকারি চাকরি করেন না, তিনিও অভিনয় জগতে কাজ করেন যা অত্যন্ত অনিশ্চিত। প্রয়োজন হলে নিজের কিডনি বিক্রি করে এই লড়াই চালিয়ে যাওয়ার বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।