PHOTOS

Rupsa Chatterjee: বিয়ের ৪ মাসের মাথায় রূপসা-সায়নদীপের সংসারে নয়া সদস্য, মা হলেন অভিনেত্রী...

Tv Actress Rupsa Chatterjee: বিয়ের একমাসের মাথায় প্রেগন্যান্সির কথা প্রকাশ্যে আনতেই কটাক্ষের মুখেও পড়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। এবার দিলেন সুখবর। সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন তিনি। শুক্রবার জানালেন সেই সুখবর। ছেলে হল না মেয়ে?

Advertisement
1/8
মা হলেন রূপসা
মা হলেন রূপসা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সুখবর দিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়(Rupsa Chatterjee)। রূপসা-সায়নদীপের সংসারে নতুন সদস্য। 

 

2/8
মা হলেন রূপসা
মা হলেন রূপসা

গত বছর অক্টোবরে বিয়ে করেছিলেন তাঁরা। বিয়ের চারমাসের মাথায় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। 

 

3/8
মা হলেন রূপসা
মা হলেন রূপসা

রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপের শেয়ার করা মনোক্রম ছবিতে দেখা গেল মায়ের আঙুল ধরে রয়েছে একরত্তি। 

 

4/8
মা হলেন রূপসা
মা হলেন রূপসা

ছবির  ক্যাপশনে লেখা, “বিলম্বিত সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং সেইসঙ্গে নিজেকেও বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা।”

 

5/8
মা হলেন রূপসা
মা হলেন রূপসা

পুত্রসন্তান এল না কন্যাসন্তান? আরেক পোস্টে রূপসা জানালেন ছেলে হয়েছে তাঁদের। 

 

6/8
মা হলেন রূপসা
মা হলেন রূপসা

দিন কয়েক আগেই সাক্ষভক্ষণের অনুষ্ঠানের ভিডিয়োও পোস্ট করেছিলেন তাঁরা। পুরো প্রেগন্যান্সির সময়টাই চুটিয়ে মজা করেছেন দম্পতি। 

 

7/8
মা হলেন রূপসা
মা হলেন রূপসা

তবে বিয়ের একমাসের মাথায় প্রেগন্যান্সির কথা প্রকাশ্যে আনতেই কটাক্ষের মুখেও পড়েছিলেন তাঁরা। 

 

8/8
মা হলেন রূপসা
মা হলেন রূপসা

আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নতুন মা-বাবা।





Read More