PHOTOS

Sandipta Sen Marriage: আংটি বদলের আগে হাঁটুগেড়ে সন্দীপ্তাকে বিয়ের প্রস্তাব, নাচে-গানে প্রেম নিবেদন অভিনেত্রীর...

Sandipta Sen Marriage: আগামী ৭ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। তার আগে গত শনিবারই আংটি বদল করলেন অভিনেত্রী। হইচই ওটিটি প্ল্যাটফর্মের চিফ অপারেটিং অফিসার সৌম্যকে অনেকদিনই মন দিয়েছেন অভিনেত্রী। এবার সেই সম্পর্ককেই মান্যতা দিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁদের এনগেজমেন্টের ছবি।

Advertisement
1/12
সন্দীপ্তার এনগেজমেন্ট
সন্দীপ্তার এনগেজমেন্ট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সন্দীপ্তা সেন। তার আগে ২ ডিসেম্বর হয়ে গেল অভিনেত্রীর আংটি বদল অনুষ্ঠান।

 

2/12
সন্দীপ্তার এনগেজমেন্ট
সন্দীপ্তার এনগেজমেন্ট

পরিবার ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই আংটি বদল করলেন সন্দীপ্তা সেন ও তাঁর প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়।

 

3/12
সন্দীপ্তার এনগেজমেন্ট
সন্দীপ্তার এনগেজমেন্ট

এদিন দুজনেই পরেছিলেন সাদার উপর গোলাপি, সবুজ ও গোল্ডেন সুতোর কাজের পোশাক।

 

4/12
সন্দীপ্তার এনগেজমেন্ট
সন্দীপ্তার এনগেজমেন্ট

সাদার উপর গোলাপি, সবুজ ও গোল্ডেন সুতোর কাজের লেহেঙ্গা পরেছিলেন সন্দীপ্তা। সঙ্গে ছিল মানানসই গয়না।

 

5/12
সন্দীপ্তার এনগেজমেন্ট
সন্দীপ্তার এনগেজমেন্ট

এদিন সন্দীপ্তা ও সৌম্য একে অপরকে পরিয়েদিলেন প্ল্যাটিনাম ডায়মন্ড রিং।

 

6/12
সন্দীপ্তার এনগেজমেন্ট
সন্দীপ্তার এনগেজমেন্ট

তবে আংটি বদলের আগে হাঁটুগেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন সৌম্য।

 

7/12
সন্দীপ্তার এনগেজমেন্ট
সন্দীপ্তার এনগেজমেন্ট

সেই প্রস্তাব শুনে ‘ইয়েস’ বলেন সন্দীপ্তাও। দুজনের ঠোঁটেই ছিল প্রাণখোলা হাসি।

 

8/12
সন্দীপ্তার এনগেজমেন্ট
সন্দীপ্তার এনগেজমেন্ট

এদিন সৌম্যর জন্য গানও গান অভিনেত্রী। সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

9/12
সন্দীপ্তার এনগেজমেন্ট
সন্দীপ্তার এনগেজমেন্ট

এমনকী সৌম্যর জন্য কভি খুশি কভি গমের গান লেয়জা লেয়জাতে নাচেনও সন্দীপ্তা। সেই ভিডিয়োও ভাইরাল।

 

10/12
সন্দীপ্তার এনগেজমেন্ট
সন্দীপ্তার এনগেজমেন্ট

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ৭ ডিসেম্বরই সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী। 

 

11/12
সন্দীপ্তার এনগেজমেন্ট
সন্দীপ্তার এনগেজমেন্ট

ডেস্টিনেশন বিয়ে নয়, কলকাতাতে পরিবার, বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে করবেন তাঁরা।

 

12/12
সন্দীপ্তার এনগেজমেন্ট
সন্দীপ্তার এনগেজমেন্ট

বিয়ের দিন বাঙালি কনের মতোই সাজবেন সন্দীপ্তা। তবে লাল নয়, তিনি পরবেন ফুশিয়া পিঙ্ক রঙের কাতান সিল্ক বেনারসি। বেনারসির সঙ্গে মানানসই সোনার গয়না পরবেন সন্দীপ্তা।





Read More