PHOTOS

Abhishek-Sharly: ৩ মাসেই বিয়ে ভাঙছে অভিষেক-শার্লির? ডিভোর্স নোটিসের ঝলক দেখিয়ে অভিনেত্রী লিখলেন...

Abhishek Bose Sharly Modak: চলতি বছরের এপ্রিলে বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বসু এবং শার্লি মোদক। বিয়ে তিন মাস না পেরোতেই বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার ডিভোর্স নোটিসের ঝলক দেখিয়ে অভিনেত্রী লিখলেন...

Advertisement
1/7
অভিষেক-শার্লি
অভিষেক-শার্লি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছোটপর্দার জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বসু এবং শার্লি মোদক। চলতি বছরের এপ্রিলে বিয়ে করেছেন তাঁরা। বিয়ে তিন মাস না পেরোতেই বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আর এই গুঞ্জন উসকে দিয়েছেন অভিনেতা অভিষেক বসু নিজেই।

 

2/7
অভিষেক-শার্লি
অভিষেক-শার্লি

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একসঙ্গে একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন অভিনেতা। নেটিজেনদের অনেকে প্রশংসা করেছেন সেই ভিডিও দেখে।

 

3/7
অভিষেক-শার্লি
অভিষেক-শার্লি

এর আগে এপ্রিলে খুবই ছিমছাম ভাবে শার্লির সঙ্গে আইনি বিয়ে সারেন অভিষেক। নতুন বিয়ের গন্ধ এখনও যায়নি। এর মধ্যেই নায়ক সাদা কালো একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘কোনও কারণে যদি মন ভাঙে, তা অনেক সময় আপনার চোখ খুলে দেয়।’’

 

4/7
অভিষেক-শার্লি
অভিষেক-শার্লি

এখান থেকেই গুঞ্জন শুরু।  এই লেখা পড়ে নেটিজেনদের মনে অনেকের প্রশ্ন জন্মেছে। কেউ কেউ আবার সম্পর্ক ভাঙার আঁচ করেছেন। ভাবছেন, ‘‘এই বুঝি শার্লির সঙ্গে সংসার ভাঙল।’’তবে এখনও খোলসা করেননি নায়ক। 

 

5/7
অভিষেক-শার্লি
অভিষেক-শার্লি

শোনা যাচ্ছে, টলিপাড়ার অন্যান্য অভিনেতাদের মতো অভিষেকও নতুন কোনো ব্যবসা শুরু করতে চলেছেন। তবে বিয়ের পর কি নায়ক উপলব্ধি করলেন, শুধু অভিনয় নয় পাশাপাশি অন্য রোজগারের পথ থাকাও জরুরি। তাই কি এই পোস্ট করেছেন?  যেখানে ক্যাপশনে লেখা, ‘‘বিশেষ কিছু আসতে চলেছে।’’ অর্থাৎ সম্পর্ক ভাঙার সঙ্গে আদপে কোনো সংযোগ নেই তা আন্দাজ করা যায়। 

 

6/7
অভিষেক-শার্লি
অভিষেক-শার্লি

এরপরেই বৃহস্পতিবার শার্লি পোস্ট করেন একটি মিউজিক ভিডিয়োর টিজার। শার্লি লেখেন, "আমাদের নতুন মিউজিক ভিডিও শীঘ্রই আসছে... সমস্ত ভালোবাসা পাক পরিণতি,ভেঙে যাক সব বাধার দেওয়াল,মিলনের আলোর পথ হোক প্রশস্ত,সাক্ষী থাকুক জুয়েলারি খাজানার গয়না... ঠিক যেন সোনার মত..."

 

7/7
অভিষেক-শার্লি
অভিষেক-শার্লি

অভিষেকের উদ্দেশ্যে শার্লি লেখেন, "তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই…আর তার জন্য একটা কারণই যথেষ্ট—তোমাকে অনেকটা ভালোবাসি। জীবনের শেষ দিন পর্যন্ত হাত ধরে বৃষ্টিতে ভিজবো দু’জনে,জলরঙে আঁকা হয়ে থাকবে ভালোবাসার এক নিঃশব্দ অধ্যায়…"





Read More