PHOTOS

Shruti Das Honeymoon: ডুয়ার্সে মিনি-হানিমুন, সোহাগে-আদরে ফ্রেমবন্দি শ্রুতি-স্বর্ণেন্দু...

Shruti Das-Swarnendu Samaddar: সম্প্রতি আইনি বিয়ে সারেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁদের বিয়ের ছবি। বিয়ের পরেরদিনই শ্যুটিং সেটে ফেরেন নবদম্পতি। তার কিছুদিন পরেই মিনি হানিমুনে ডুয়ার্স পাড়ি দেন নবদম্পতি।

Advertisement
1/10
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সকলের চোখ এড়িয়ে আইনি বিয়ে সারেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।

 

2/10
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু

বিয়ের পরেই শ্রুতি জানিয়েছিলেন যে খুব শীঘ্রই মিনি হানিমুনে যাবেন অভিনেত্রী।

 

3/10
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু

শ্রুতি জানিয়েছিলেন যে স্বর্ণেন্দুর সঙ্গেই প্রথমবার বিমানে চড়বেন তিনি।

 

4/10
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু

সেই কথা মতোই সম্প্রতি বিমানে করে মিনি হানিমুনে পাড়ি দেন শ্রুতি-স্বর্ণেন্দু।

 

5/10
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু

তবে কোথায় গেলেন নবদম্পতি, সে কথা গোপনই রেখেছিলেন নব দম্পতি।

 

6/10
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু

মিনি হানিমুন কাটিয়ে ফিরে এসেই সোশ্যাল মিডিয়ায় শ্রুতি জানিয়ে দিলেন কোথায় গিয়েছিলেন তাঁরা মিনি হানিমুনে।

 

7/10
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু

ডুয়ার্স গিয়েছিলেন শ্রুতি ও স্বর্ণেন্দু। এর আগেও একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করতেন তাঁরা, তবে এই ট্যুর ছিল বেশ স্পেশাল।

 

 

8/10
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু

তবে মিনি হানিমুন কেন? শ্রুতির দাবি সামাজিক বিয়ের পরেই হানিমুন সারবেন তাঁরা।

 

 

9/10
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু

জানা যাচ্ছে, ২০২৫ সালে সামাজিক নিয়মে বিয়ের ইচ্ছে রয়েছে শ্রুতি-স্বর্ণেন্দুর।

10/10
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু
মিনি হানিমুনে শ্রুতি-স্বর্ণেন্দু

আপাতত মিনি হানিমুনে তাঁদের সোহাগে-আদরে ভরা ছবি দেখেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছে অনুরাগীরা।





Read More