Sumi Har Chowdhury: বর্ধমানের রাস্তায় ভবঘুরের মতো ঘুরছিলেন ছোটপর্দার অভিনেত্রী। মানসিক ভারসাম্য হারিয়েছেন? পরিবার কোথায়? পুলিস তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করে বেহালায়। কিন্তু মা মেয়েকে নিয়ে কোন আগ্রহ দেখায়নি। অভিনেত্রীর মেয়ে পুলিসকে জানায়...
অরূপ লাহা: ছোটপর্দার চেনা মুখে অভিনেত্রী সুমি হর চৌধুরী। সম্প্রতি তাঁকে দেখা যায় বর্ধমানে। দিনের বেলা জাতীয় সড়ক দিয়ে হেঁটে চলেছেন। পরনে কালো শার্ট, যার এক হাত গোটানো। অবিন্যস্ত চুল। এলোমেলো অবস্থা।
রাস্তায় একাই যাচ্ছিলেন হেঁটে কিন্তু বাধ সাধল বৃষ্টি। বৃষ্টির জেরে ঢুকে পড়লেন যাত্রী প্রতিক্ষালয়ে। সেখানেই তাঁকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের।
অভিনেত্রীর অসংলগ্ন কথায় সন্দেহ হয় সকলের। তিনি বলেন, বাড়ি বেহালায়।' পরক্ষণেই বলছেন, 'আমি বোলপুর থেকে এসেছি।'
স্টার জলসার 'তুমি আশে পাশে থাকলে' ধারাবাহিকে 'রাঙা কাম্মা' অর্থাৎ পর্দার 'অনামিকা' অভিনেত্রীকে এই অবস্থায় একা ছাড়েননি স্থানীয় মানুষজন।
বর্ধমানের খণ্ডঘোষের আমিলা বাজারের একটি বিশ্রামাগার থেকে তাঁকে উদ্ধার করেছে পুলিস। এই ঘটনার পেরিয়ে গেছে প্রায় ৪দিন।
জানা যায়, সুমির এক মেয়ে রয়েছে। তবে মেয়ের সঙ্গে সম্পর্ক ভালো কিনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। কীভাবেই বা অভিনেত্রীর এই অবস্থা হল?
বর্তমানে বর্ধমানের লাক্কুডির সরকারি হোমে আছেন অভিনেত্রী। পুলিস তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করে বেহালায়। কিন্তু মা মেয়েকে নিয়ে কোন আগ্রহ দেখায়নি।
তবে পরে অভিনেত্রীর মেয়ের সঙ্গে পুলিস যোগাযোগ করে। এই সপ্তাহেই মেয়ের বর্ধমানে যাওয়ার কথা আছে। হোম থেকে মাকে নিয়ে যাবে পুলিসকে জানিয়েছে। এখনো হোমেই আছেন। চিকিৎসা চলছে।