PHOTOS

Susmita Roy: আচমকাই অসুস্থ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা! নেটপাড়ায় চাইলেন সাহায্য...

Tv Actress Susmita: সম্প্রতি ছিল সুস্মিতার জন্মদিন। অনুরাগীদের শুভেচ্ছাবার্তার রেশ কাটতে না কাটতেই অসুস্থতার খবর দিলেন সুস্মিতা। অভিনেত্রী বলেন, ‘কোনও একটা নার্ভে টান লাগলে যেমনটা হয়, তেমনই ব্যথা হচ্ছে। প্রায় এক মাসের বেশি হয়ে গেল এই যন্ত্রণাটার। হাঁটু মুড়ে বসতে পারছি না'। তবে শুধু খারাপ খবর নয়, এদিন একটি সুখবরও দেন সুস্মিতা। 

Advertisement
1/10
অসুস্থ সুস্মিতা
অসুস্থ সুস্মিতা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসুস্থ ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়। সোশ্যাল মিডিয়ায় খুঁজছেন চিকিত্‍সক। 

 

2/10
অসুস্থ সুস্মিতা
অসুস্থ সুস্মিতা

সম্প্রতি ছিল সুস্মিতার জন্মদিন। অনুরাগীদের শুভেচ্ছাবার্তার রেশ কাটতে না কাটতেই অসুস্থতার খবর দিলেন সুস্মিতা। 

 

3/10
অসুস্থ সুস্মিতা
অসুস্থ সুস্মিতা

সোশ্যাল মিডিয়ায় দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভ্লগের মাধ্যমে তুলে ধরেন সুস্মিতা। সম্প্রতি অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসাও শুরু করেছেন সুস্মিতা

 

4/10
অসুস্থ সুস্মিতা
অসুস্থ সুস্মিতা

ব্যক্তিগত জীবনে চলছে টানাপোড়েন। তার মাঝে জন্মদিন কাটতেই অসুস্থ হয়ে পড়েছেন সুস্মিতা। ভিডিয়োয় অভিনেত্রীর চোখে-মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট।

 

5/10
অসুস্থ সুস্মিতা
অসুস্থ সুস্মিতা

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী জানান, শরীর ভীষণ খারাপ তাঁর। পেটে যন্ত্রণা বমি তো হচ্ছেই। 

 

6/10
অসুস্থ সুস্মিতা
অসুস্থ সুস্মিতা

অভিনেত্রী বলেন, ‘কোনও একটা নার্ভে টান লাগলে যেমনটা হয়, তেমনই ব্যথা হচ্ছে। প্রায় এক মাসের বেশি হয়ে গেল এই যন্ত্রণাটার। হাঁটু মুড়ে বসতে পারছি না'। 

 

7/10
অসুস্থ সুস্মিতা
অসুস্থ সুস্মিতা

সুস্মিতা আরও বলেন, 'এত কষ্ট হচ্ছে। হাঁটতেও অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে নার্ভের সমস্যা। তবে হাড়ের না নার্ভের, কোন ডাক্তার দেখানো উচিত ঠিক বুঝে উঠতে পারছি না।’

 

8/10
অসুস্থ সুস্মিতা
অসুস্থ সুস্মিতা

সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার বন্ধু তালিকায় যেসকল চিকিৎসক বন্ধু রয়েছেন, তাঁদের কাছ থেকেও সাজেশন চেয়েছেন অভিনেত্রী।  

 

9/10
অসুস্থ সুস্মিতা
অসুস্থ সুস্মিতা

বৃহস্পতিবারই সুস্মিতা জানান যে তিনি ডাক্তার দেখিয়েছেন। তিনি স্পন্ডালাইটিসে আক্রান্ত। চিকিত্‍সক তাঁকে কিছু ওষুধ দিয়েছেন ও ব্যায়াম করার নির্দেশ দিয়েছেন। 

 

10/10
অসুস্থ সুস্মিতা
অসুস্থ সুস্মিতা

এদিন ব্যবসা সংক্রান্ত সুখবরও দেন সুস্মিতা। তাঁর ব্যবসা সম্প্রসারণ হচ্ছে আরও বেশ কিছু এলাকায়। 





Read More