PHOTOS

Tiyasha Birthday: অতীত ভুলে ফের প্রেমে পড়েছেন তিয়াশা, জন্মদিনে প্রেমিকের বিশেষ উপহার...

Tiyasa Lepcha: ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো শোনা গিয়েছিল যে বিবাহ বিচ্ছেদের চার বছর ফের প্রেমে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচা। বুধবার অভিনেত্রীর জন্মদিনে নিজেই স্বীকার করলেন সেই প্রেমিকের কথা। এমনকী জানালেন কী উপহার পেয়েছেন।

Advertisement
1/10

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচার জন্মদিন।

 

2/10

‘কৃষ্ণকলি’ ধারাবাহিক থেকে নজরে আসেন তিয়াশা। বর্তমানে ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালে দেখা যায় তাঁকে।

 

3/10

বুধবার বাড়িতে পরিবারের সঙ্গেই জন্মদিন কাটালেন অভিনেত্রী। মায়ের হাতের পায়েস খেয়েই কাটল জন্মদিন।

 

4/10

তবে বুধবার নয়, রবিবার থেকেই শুরু হয়েছে অভিনেত্রীর বার্থ ডে সেলিব্রেশন।

 

5/10

প্রথমদিন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধু সহকর্মীদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন তিয়াশা।

 

6/10

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেলিব্রেশনের ছবি।

 

7/10

মঙ্গলবার দিনটা অবশ্য অভিনেত্রী ধার্য করেছিলেন তাঁর ফ্যানেদের জন্য।

 

8/10

তিয়াশার ফ্যানেরা তাঁর জন্য জন্মদিন সেলিব্রেশনের আয়োজন করেছিলেন। সেখানে হাজির হয়ে কেক কাটেন তিনি।

 

9/10

এখানেই শেষ নয়, ফ্যানেদের সঙ্গে রিলও বানান তিয়াশা।

 

10/10

পর্দার পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও উৎসাহের শেষ নেই দর্শকের। বিবাহ বিচ্ছেদের পর শোনা গিয়েছিল যে ফের প্রেমে করেছেন অভিনেত্রী। বুধবার তিনি স্বীকার করেন যে তিনি প্রেমে পড়েছেন। জন্মদিনের জন্য বিশেষ জামা কিনে দিয়েছেন তিনি। তবে এখনই সেই নাম বলতে চান না তিনি। অভিনেত্রী জানান যে একসঙ্গে তাঁরা ভালো আছেন।





Read More