PHOTOS

ভারতীয় সেনার প্রতি সম্মান জানিয়ে নতুন মডেলের মোটরবাইক আনল TVS

Advertisement
1/5
Star City+ ‘কার্গিল এডিশন’ আনল Tvs
Star City+ ‘কার্গিল এডিশন’ আনল Tvs
Star City Plus ‘কার্গিল এডিশন’ বাজারে আনল TVS। মূলত ভারতীয় সেনাকে সম্মান জানাতেই বাইক সংস্থার এই উদ্য়োগ। 
2/5
Star City+ ‘কার্গিল এডিশন’ আনল Tvs
Star City+ ‘কার্গিল এডিশন’ আনল Tvs
সেনাবাহিনীর পোশাকেরপোশাকের সঙ্গে তাল মিলিয়ে এই বাইকের রঙ বাছা হয়েছে। 
3/5
Star City+ ‘কার্গিল এডিশন’ আনল Tvs
Star City+ ‘কার্গিল এডিশন’ আনল Tvs

সাদা রঙের বাইকের উপর জলপাই রঙের ডিজাইন থাকবে Star City Plus ‘কার্গিল এডিশন’-এ। সাদা রঙটা কার্গিলের তুষার পরিবৃত শৃঙ্গের প্রতীকী হিসাবে থাকবে। আর জলপাই রঙের ডিজাইন থাকবে সেনাবাহিনীর পোশাকের সঙ্গে সাদৃশ্য রেখে। 

4/5
Star City+ ‘কার্গিল এডিশন’ আনল Tvs
Star City+ ‘কার্গিল এডিশন’ আনল Tvs

110 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকবে এই বাইকে। অর্থাত্ এই মডেলের ইঞ্জিনে কোনও পরিবর্তন করা হয়নি। আগের মতোই 8 bhp শক্তি আর 8.7 Nm টর্ক থাকবে। 

5/5
Star City+ ‘কার্গিল এডিশন’ আনল Tvs
Star City+ ‘কার্গিল এডিশন’ আনল Tvs

এটি লিমিটেড এডিশন এর বাইক। তাই বুকিংও সীমিত।





Read More