সাদা রঙের বাইকের উপর জলপাই রঙের ডিজাইন থাকবে Star City Plus ‘কার্গিল এডিশন’-এ। সাদা রঙটা কার্গিলের তুষার পরিবৃত শৃঙ্গের প্রতীকী হিসাবে থাকবে। আর জলপাই রঙের ডিজাইন থাকবে সেনাবাহিনীর পোশাকের সঙ্গে সাদৃশ্য রেখে।
110 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকবে এই বাইকে। অর্থাত্ এই মডেলের ইঞ্জিনে কোনও পরিবর্তন করা হয়নি। আগের মতোই 8 bhp শক্তি আর 8.7 Nm টর্ক থাকবে।
এটি লিমিটেড এডিশন এর বাইক। তাই বুকিংও সীমিত।