মহামারীর আবহ থেকে কিছুটা স্বস্তি মিলতেই উৎসবের আনন্দে মেতে উঠেছে শহরবাসী।
২৫ ডিসেম্বর বড়দিনের কথা মাথায় রেখেই রকমারী কেকের সম্ভার নিয়ে হাজির শহরের দুটি পাঁচতারা হোটেল।
রাখা হয়েছে বিভিন্ন ধরনের চকোলেট কেক, পেস্ট্রি।
কখনও আবার কেকের ডিজাইনে ধরা পড়েছে ক্রিসমাসের আমেজ।
ছোট কাপ কেকেও আনা হয়েছে নানান রকমফের।
মানুষের পছন্দের কথা মাথায় রেখে একঘেয়েমি কাটাতে কেকেও নতুন স্বাদ আনার চেষ্টা হয়েছে।