PHOTOS

Two Boys Drowned: মর্মান্তিক! শিবরাত্রির দিনই ভাগীরথী টেনে নিল দুই বন্ধুকে...

Katwa: তিন বন্ধু শিবরাত্রি উপলক্ষ্যে ভাগীরথী নদীতে স্নান করতে ঘাটে এসেছিল। স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল দুই বন্ধু।

Advertisement
1/6

সন্দীপ চৌধুরী: স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল দুই বন্ধু। ঘণ্টা খানেক ধরে খোঁজাখুঁজির পর নৌকার মাঝিরা সুমন সাহা (২২) নামে একজনকে উদ্ধার করে। 

 

2/6

স্থানীয় বাসিন্দারা অচৈতন্য সুমনকে তাড়াতাড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। সুমন সাহা কাটোয়া কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া। পেশায় দলিল লেখক।

3/6

এখনও কোন সন্ধান মেলেনি ২৩ বছরের অর্ঘ্য সাহার। অর্ঘ্য সাহার সন্ধানে কাটোয়া থানার পুলিস এবং কাটোয়া মহকুমা বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা যৌথভাবে স্থানীয় ডুবুরি দিয়ে ভাগীরথী নদীতে তল্লাশি শুরু করেছে।

 

4/6

বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কাটোয়া থানার দাঁইহাট-মাটিয়ারি ফেরিঘাটের ঘটনায় এলাকায় শোকের ছায়া। 

5/6

প্রত্যক্ষদর্শী সুনীতা সাহা বলেন, তিন বন্ধু শিবরাত্রি উপলক্ষ্যে ভাগীরথী নদীতে স্নান করতে ঘাটে এসেছিল। এক বন্ধু নদীর পাড়ে বসেছিল দুজন স্নান করতে নেমেছিল। দুজন অনেকক্ষণ ধরে স্নান করছিল হঠাৎ একজন ডুবতে থাকলে তাকে বাঁচাতে অপর বন্ধুও নদীর গভীরে গিয়ে তলিয়ে যায়।

6/6

তিনি আরও জানান, তখন সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে। সেই সময় নদীর পাড়ে মহিলা বেশি থাকায় সাহায্যের জন্য প্রথমে তেমন কেউ এগিয়ে আসেনি। পরে একজন লোক ওদের বাঁচাতে জলে নামলেও কিছু করতে পারেনি। দুজনেই নদীর জলে ডুবে যায়। কলেজ পড়ুয়া সুমন সাহার বাড়ি বেড়া গ্রামে এবং অর্ঘ্য সাহার বাড়ি দাঁইহাটের দেওয়ানগঞ্জ এলাকায়।





Read More