Mountains: ২ পর্বতশৃঙ্গের উচ্চতা ১০০০ কিলোমিটার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাউন্ট এভারেস্টের থেকেও ১০০ গুণ উঁচু! পৃথিবীর উঁচ্চতম পর্বতের থেকেও ১০০ গুণ উঁচু!
পৃথিবীর অন্দরে খোঁজ মিলল এমনই ২ পর্বতের! গবেষণা বলছে, পৃথিবীর কেন্দ্র ও ভৃপৃষ্ঠের নীচে যে থকথকে তরল ম্যানটল স্তর রয়েছে, সেই দুয়ের মাঝে অবস্থিত ২ দানবীয় পর্বত।
আফ্রিকা মহাদেশ ও প্রশান্ত মহাসাগরের সীমানা বরাবর ভূ-গর্ভের অন্দরে অবস্থিত এই ২ পর্বত।
নেচার জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, এই ২ পর্বতশৃঙ্গের উচ্চতা ১০০০ কিলোমিটার যা কিনা ৮.৮ কিলোমিটার উঁচু মাউন্ট এভারেস্টের থেকে ১০০ গুণ বেশি।
গবেষকরা বলছেন, দুই পর্বতের বয়স ৫০ কোটি বছর বা হয়তো তারও বেশি। হয়তো পৃথিবীর জন্মলগ্ন থেকেই আছে এই ২ পর্বত। কেউ তাদের খোঁজ জানত না।
গবেষকরা আরও বলছেন, প্লেট টেকটনিক থিওরি অনুযায়ী ভূগর্ভের অন্দরে পরিবর্তনের ফলেই হয়তো এই ২ পর্বতের জন্ম হয়েছিল।