PHOTOS

Storm Wipha: ১০২ কিমি বেগের টাইফুন তছনছ করল উপকূল! ভয়ংকর বন্যার আতঙ্কে ঘরছাড়া মানুষ, বন্ধ সমস্ত পরিষেবা...

Wipha typhoon: টাইফুন-তাণ্ডব? চারপাশে সব উড়ছে! স্কুলকলেজ বন্ধ! ট্রেন-ফেরি নেই! ৫০০ উড়ান বাতিল! ভংয়কর পরিস্থিতির মুখে ভিয়েতনাম। রাস্তায় নামা বিপজ্জনক হতে পারে, আর বন্যারও সম্ভাবনা...

Advertisement
1/8
টাইফুন-তাণ্ডব
টাইফুন-তাণ্ডব

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টাইফুন তাণ্ডব। ট্রপিক্যাল স্টর্ম উইফা মঙ্গলবার আছড়ে পড়েছে উত্তর ভিয়েতনামে। যার ফলে দেশের উত্তর ও মধ্য অঞ্চলের কিছু অংশে ভয়ংকর হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

 

2/8
টাইফুন-তাণ্ডব
টাইফুন-তাণ্ডব

স্থানীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সকাল ১০টায় এই ঝড় স্থলভাগে আঘাত হানে, যার গতিবেগ ঘণ্টায় ১০২ কিলোমিটার। স্থলভাগে প্রবেশ করার পর ঝড়টি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করে।

3/8
টাইফুন-তাণ্ডব
টাইফুন-তাণ্ডব

উইফা সোমবার পর্যন্ত সমুদ্রে ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত ছিল, তবে রাতে তা দুর্বল হয়ে পড়বে। স্থলভাগে আছড়ে পড়ার আগে ট্রপিক্যাল স্টর্মে পরিণত হবে। ঝড়ের প্রভাবে হানোই-এর পূর্বে হুং ইয়েন প্রদেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 

4/8
টাইফুন-তাণ্ডব
টাইফুন-তাণ্ডব

রাজধানী হানোইয়ের রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল এবং শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকতে ও দুর্বল বা বন্যাপ্রবণ ভবন থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

5/8
টাইফুন-তাণ্ডব
টাইফুন-তাণ্ডব

উত্তর ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং হাই ফোং বন্দরনগরী ও কোয়াং নিন প্রদেশের বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

6/8
টাইফুন-তাণ্ডব
টাইফুন-তাণ্ডব

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় ১,৫০,০০০ হেক্টর (৩,৭০,০০০ একর) জলজ চাষের খামার এবং ২০,০০০-র বেশি ভাসমান মাছের খাঁচা বন্যা ও ঝড়ো হাওয়ার কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। 

7/8
টাইফুন-তাণ্ডব
টাইফুন-তাণ্ডব

ভিয়েতনাম সরকার আগেই সতর্ক করেছিল যে, উইফা ঘূর্ণিঝড়ের ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক বন্যা দেখা দিতে পারে।

8/8
টাইফুন-তাণ্ডব
টাইফুন-তাণ্ডব

২০২৩ সালে শেষ বার টাইফুন সাওলার জন্য় সতর্কতা জারি হয়েছিল। টাইফুন উইফার গতি ঘণ্টায় প্রায় ১১৮ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছিল। 





Read More